Placeholder canvas
কলকাতা বুধবার, ০২ জুলাই ২০২৫ |
K:T:V Clock
Aajke | দিলীপ ঘোষ দল থেকে বাদ পড়ছেন?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫, ০৪:৪৫:২১ পিএম
  • / ৮০ বার খবরটি পড়া হয়েছে

বুধবার রাজ্য বিজেপির বর্ধিত সাংগঠনিক বৈঠকে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের ঘোষণা, এখন যেমন চলছে, বিধানসভা ভোটেও সেভাবেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি লড়াই করবে। ২৬-এর ভোটপ্রস্তুতিতে এদিন সল্টলেকের একটি হোটেলে রুদ্ধদ্বার এই বৈঠকের আয়োজন করেছিল বিজেপি। সুকান্ত, শুভেন্দু ছাড়াও সব সাংসদ, সাধারণ সম্পাদক-সহ রাজ্যস্তরের সব পদাধিকারী, জেলা সভাপতি, জেলা ইনচার্জরা ছিলেন। ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যরা। কেবল ছিলেন না দিলীপ ঘোষ। এই বাংলায় ভোট, ভোটের প্রস্তুতির বৈঠকে দিলীপ ঘোষ নেই, এটা ভাবাও যায়? ভাবা যায় না, কিন্তু এটাই বাস্তব। দলের ১৩ শতাংশের স্ট্যাগনেশন কাটিয়ে যে নেতা দলকে ৪০ শতাংশের দোরগোড়ায় আনল সে নেই, বা থাকবে না, এই পরিস্থিতি তৈরি হলো কীভাবে? এর মূল কারণ কিন্তু ওই রকেট গতির সাফল্য। দেশজোড়া বিজেপির সাফল্য, তার পরিসংখ্যান দেখলে, অ্যানালাইজ করলে বুঝতে পারবেন যে সেখানে একধরনের সাফল্য এসেছে যাকে অর্গানিক গ্রোথ বলে, মানে কাঁঠাল গাছেই পেকেছে, তাকে কিলিয়ে পাকানো হয়নি, কিন্তু এই বাংলাতে দিলীপ ঘোষ আমলে হয়েছিল এক ইন-অরগ্যানিক গ্রোথ, মানে দল তার শিকড় চালিয়ে, এই মাটি থেকেই সমর্থন হাসিল করে ১৫ থেকে ৪০ শতাংশ হয়েছে এমন নয়, আর সেখানেই লুকিয়ে রয়েছে সমস্যা যে সমস্যা আজ বিজেপির মুখোমুখি, যে সমস্যা মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বিজেপিকে, সেই সমস্যার এক নাম দিলীপ ঘোষ, সেটাই বিষয় আজকে, দিলীপ ঘোষ দল থেকে বাদ পড়ছেন?

২০১১-তে ক্ষমতা হারিয়ে দু’ চারটে চড় থাপ্পড়ের বেশি পড়েনি সিপিএম কর্মীদের গায়ে মাথায়, খানিকটা নেত্রীর আদেশে, আর খানিকটা কুঁকড়ে যাওয়া সিপিএম-এর চেহারা দেখে করুণায় কেউ তেমন কিছু বলেনি। কিন্তু ২০১৬-র আগে হঠাৎ কেন সিপিএম এর মনে হয়েছিল, আবার হতে চলেছে অষ্টম বাম সরকার, তারা হঠাৎই এক মরিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করল।

আরও পড়ুন: Aajke | বোমার ভয়ে কলকাতা

এইবারে মার এল, ২০১৬র জয় তৃণমূলকে দিল এক্সট্রা কনফিডেন্সে, সিপিএমকে দিল এক্সট্রা ঝাড়, এবং মাথায় রাখুন তার আগেই মোদি সরকার এসে গেছে, এদিকে তৃণমূলের দ্বিতীয় স্তরের নেতাদের সরাসরি নির্দেশেই প্রবল ঝাড় নেমে এল সিপিএম-এর উপরে। দিলীপ ঘোষের গাড়ি ভাঙা হয়েছে এই সময়েই, কিন্তু তিনি বাইক নিয়ে গামছা কাঁধে রুখে দাঁড়িয়েছেন, এবং সিপিএম-এর এই মার খাওয়া কোণঠাসা পাবলিক আশ্রয় নিয়েছে বিজেপিতে, বিজেপি ১৫ থেকে ৪০ হয়েছে। ঠিক এই সময়েই দিল্লির মনে হয়েছিল সুযোগ এসেছে মুঠোয়, একঝাঁক তৃণমূল প্রথম দ্বিতীয় সারির নেতারা এলেন বিজেপিতে, সঙ্গে এলেন তাঁদের অনুগামীরা। উপরে গলাগলি কোলাকুলি হচ্ছে কিন্তু নীচে সিপিএম থেকে ঝাড় খাওয়া নেতারা সেই ১৬-১৭ থেকে এই দাদাদের রুখে দলকে দাঁড় করাচ্ছিল, তারা দেখল, ওমা তারাই আবার তাঁদের ওপরে, আর এইখানেই সমস্যা। বিজেপির নেতৃত্বে এখন সেই নব্য বিজেপিদের সংখ্যাধিক্য, কাজেই দিলু ঘোষ কোণঠাসা। সিপিএম-এর শেষ দিকের সবকটা অসুখ এখন বিজেপির গায়ে মাথায় পেটে বুকে। দলের নেতারা রিপোর্ট দিয়েছিল, রিপোর্ট নিয়ে ফের বনসলদের একরাশ বিরক্তির মুখে পড়তে হয়েছে রাজ্য ও জেলা নেতৃত্বকে। দলীয় সূত্রে খবর, বুথ ও মণ্ডল কমিটি গঠন নিয়ে জেলা সভাপতিদের রিপোর্ট শুনে বনসল প্রশ্ন করেন, “সত্যি কথা বলুন তো, এই রিপোর্টে কত জল মেশানো আছে? আদৌ হয়েছে কমিটি?” এক্কেবারে এই কথা ২০১৪/১৫/১৬-তে বলেছেন গৌতম দেব, কমরেডরা রিপোর্টে জল মেশাচ্ছেন, সেই কমরেডরা সেই জল মেশানোর হ্যাবিট ছাড়তে পারেনি। আর একদল ডিমরালাইজড হতাশ কর্মী বাহিনী নিয়ে সরকার দখল? অসম্ভব। অসম্ভব সেটা বুঝেছেন দিলীপ ঘোষও, তিনি সম্ভবত একটা শেষ চেষ্টা করেছিলেন দলকে ট্র‍্যাকে আনার, কিন্তু দল বেলাইন বহু আগে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, দিলীপ ঘোষ দল ছাড়বেন, নাকি অপেক্ষা করছেন দল তাকে কবে বহিষ্কার করে? শুনুন মানুষজন কী বলেছেন।

দিলীপ ঘোষ নিজে থেকে দল ছাড়বেন না, উনি ভালো করেই জানেন তাহলে তাঁর ইমেজ নষ্ট হবে, উনি জানেন যে বরং দল থেকে বহিষ্কার ওনাকে এক অন্য রাস্তায় নিয়ে যেতে পারে, দল থেকে বেরিয়ে কানাগলিতে না ঢুকে উনি এখন বাজার গরম করেই যাবেন, চাইবেন হয় দল তার কথা মানুক, না হলে বহিষ্কার করুক, তারপর রাজনীতিতে স্ট্রেঞ্জ বেড পার্টনারের গল্প তো আমরা জানি, উনি নিজের ঘর তৈরি করবেন না অন্য ঘরে আশ্রয় নেবেন, তা তো সময়ই বলবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

এবার আরও চাপে মনোজিৎ, কসবা কাণ্ডে জামিন অযোগ্য তিনের সঙ্গে যুক্ত হল আরও ৬টি ধারা
বুধবার, ২ জুলাই, ২০২৫
আট রাজ্য পেল বিজেপি সভাপতি, বাংলায় কবে?
বুধবার, ২ জুলাই, ২০২৫
ফের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, চাঞ্চল্য শামুকতলায়
বুধবার, ২ জুলাই, ২০২৫
হাসপাতাল থেকে ছুটি পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ফিরবেন না কলকাতা
বুধবার, ২ জুলাই, ২০২৫
কলেজ-বিশ্ববিদ্যালয়ে বাড়ল ভর্তির সময়সীমা, কতদিন পর্যন্ত আবেদন করতে পারবে পড়ুয়ারা?
বুধবার, ২ জুলাই, ২০২৫
ফের শুক্রবার থেকে ভারী বর্ষণের সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?
বুধবার, ২ জুলাই, ২০২৫
পুরনো দিল্লির রেলওয়ে স্টেশনের নাম পালটে যাচ্ছে ? কেন্দ্রীয় রেল মন্ত্রককে চিঠি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
দাগ ঢাকতে নতুন ‘সুখী’ ট্যাটু স্বস্তিকা
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
হাইকোর্টে ধাক্কা শামির, খোরপোশ দিতে হবে মাসে ৪ লক্ষ!
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, দেশে নতুন ক্রীড়া নীতি!
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
ভারত-পাক সংঘর্ষবিরতির নেপথ্যে ছিলেন ট্রাম্প? বড় মন্তব্য জয়শঙ্করের
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
লাগাতার বৃষ্টি, ধস ও হড়পা বান! বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যজুড়ে
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
আবাসনের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার লরেটোর ছাত্রীর দেহ
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
মহারাষ্ট্রে বিজেপি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দেবেন্দ্র ফড়নবিশ ঘনিষ্ঠ রবীন্দ্র চহ্বান
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
প্রকাশ্যে এল ‘সরজমিন’-এর ফার্স্ট লুক
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team