Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
Aajke | ব্রিগেডের মিটিং আর কমরেড সেলিমের মিথ্যে ভাষণ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ০৪:৪৫:২৭ পিএম
  • / ১৬ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কমরেড সেলিম সাহেব খুব সত্যি কথা বলেন, তেমন তো নয়। বরং ওনার মিথ্যে তো ঘর থেকেই শুরু। সরকারি হাসপাতালের জায়গাটাকে নিজের মৌরুসিপাট্টা আছে মনে করেই তো বসবাস করতেন। জমানা যাওয়ার পরেই সেখান থেকে উৎখাত হয়েছেন। তারপর থেকে হার, না এমপি না এমএলএ, ওদিকে দলও শূন্য। তো সেই তিনি তাঁর দলকে নিয়ে ঘুরে দাঁড়াবেন বলে ঠিক করেছেন, মানে ওই যে বন্যা টুডু বলেছেন উইকেট আমরা ফেলবই ২০২৬-এ, অর্থাৎ অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি হবে। সেটাই তিনি বোঝাতে গিয়েছিলেন ব্রিগেডে। তো সেই লকড়ি কি কাঠি কাঠি পে ঘোড়া, ঘোড়ে কে দুম পে ইত্যাদি কথাবার্তার পরে তিনি বলেছেন মমতার আমলে আরএসএস বেড়েছে, মমতা ডেকে এনেছে আরএসএসকে। এবং লাই ড্যাম লাই স্ট্যাটিস্টিক্স তো আছেই, সত্যিই তো মমতার আমলেই ২০১৭ থেকেই এই বাংলাতে আরএসএস-এর শাখা বাড়ছে, হু হু করেই বাড়ছে। এটা একটা তথ্য তো বটেই। কিন্তু এটা হল সেই অন্ধের হাতি দেখার মতো সত্য। পাঁচজন অন্ধ কেবল হাত দিয়ে স্পর্শ করে হাতি কেমন দেখতে সেটা বলছিলেন। কেউ পা ধরলেন, বললেন হাতি থামের মতো দেখতে, কেউ কান ধরে বললেন, দূর হাতি তো কুলোর মতো দেখতে, অন্য আর একজন ল্যাজটা ধরেই জানিয়ে দিলেন হাতি পাকানো দড়ির মতন। এ নিয়ে হাসাহাসি করার কিছু নেই, কারণ ওনারা চোখে দেখেন না, কেবল স্পর্শ করেই যা বুঝেছেন, সৎভাবে সেটাই বলেছেন। কিন্তু আমাদের কমরেড সেলিম সাহেব তো অন্ধ নন, তাহলে? তাহলে অন্য সম্ভাবনা হল তিনি স্বভাবসুলভ মিথ্যেই বলছেন। সেটাই বিষয় আজকে, ব্রিগেডের মিটিং আর কমরেড সেলিমের মিথ্যে ভাষণ।

আচ্ছা, দেশে সবথেকে বেশি আরএসএস শাখা কোথায়? জনঘনত্বের, মানে রাজ্য বসবাস করেন তেমন মানুষের অনুপাতে সবচেয়ে বেশি আরএসএস শাখা কেরালাতে। হ্যাঁ, ২০১৮তেও কেরালাতে ৪১০৫টা আরএসএস-এর শাখা ছিল, এখন সেটা বেড়ে ৫১৪২ হয়েছে, এটাও অবশ্য ২০২৪-এর হিসেব। এবং কেরালার আরএসএস সংগঠনের বৈঠকে জানানো হয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই সেখানে ৮০০০ শাখা হয়ে যাবে।

আরও পড়ুন: Aajke | মাননীয় বিকাশবাবু, মামলা করুন, চাকরি আটকান

আর এই বাংলাতে আরএসএস ২০১৮তে ১২৭৯টা শাখা খুলেছিল, আজ তারা হু হু করে বেড়ে ৪৫৪০-এ দাঁড়িয়েছে। হ্যাঁ এই বাংলাতে হু হু করে বেড়েছে আরএসএস কিন্তু এখনও ওই কেরালার রেকর্ড ভাঙতে পারেনি। আর জনসংখ্যার নিরিখে বিচার করলে অনেক অনেক তলায়। কেরালার প্রতি ৬৮০০ মানুষ পিছু একটা করে আরএসএস-এর শাখা আছে। আর বাংলাতে? ২২০২৬ জন মানুষ পিছু একটা করে আরএসএস শাখা আছে। তাহলে আরএসএস-এর শক্তি কোথায় বেশি? কমরেড সেলিম তিরুবনন্তপুরমের মাঠে গিয়ে এই বক্তৃতাটা করুন, জিজ্ঞেস করুন কমরেড বিজয়নকে কেরালাতে আরএসএস হু হু করে বাড়ছে কেন? কিন্তু আলোচনাটা এখানেই শেষ নয়। দুটো প্রশ্ন থেকেই যাচ্ছে। ১) বাংলাতে ২০১৮ থেকে আরএসএস-এর এই বৃদ্ধি কেন? ২) কেরালাতে আরএসএস এত বিরাটভাবে বাড়লেও সেখানে ক্ষমতায় নেই কেন? আসুন এই দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা যাক। হিসেব বলছে ২০১৮ থেকে হু হু করে বেড়েছে এই বাংলাতে। তার আগে কি আরএসএস ছিল না? সারা দেশ থেকে অযোধ্যায় করসেবা করতে লোকজন গিয়েছিল, ২ নভেম্বর ১৯৯০, সেই করসেবকরা হঠাৎই ভাঙচুর শুরু করে, পুলিশ গুলি চালায়, তাতে সরকারি হিসেব মতো মারা যায় ১৭ জন। কমরেড সেলিমের মনে আছে কি যে সেই ১৭ জনের দুজন ছিলেন বাংলার? এবারে আসুন বৃদ্ধির হিসেবে। সারা দেশেই বিজেপি বেড়েছে ১৯৯৪-৯৫, ২০০০ সাল থেকে। কিন্তু তখন এই বাংলাতে তেমন বাড়েনি, তাদের ভোট শতাংশ ওই ৬/৭/৮/১০-এর মধ্যেই ঘোরাফেরা করত। তার কারণ বামফ্রন্ট পেত ৪৫-৪৬ শতাংশ ভোট, কংগ্রেস তৃণমূল মিলিতভাবে ৪০-৪১ শতাংশ ভোট, বিজেপি ৫-৬ শতাংশ ভোট। কেউ কাউকে মাঠ ছেড়ে দেয়নি। এবার ভোট না বাড়লে আরএসএস বাড়ার জন্য আদর্শগত জনভিত্তি থাকাটা জরুরি, যা বাংলার মাটিতে ছিল না। কিন্তু ২০১১তে বামেরা হারল। বামেরা এটাকে এক দুর্ঘটনা মনে করেছিল, তাদের মনে হয়েছিল তারা চেষ্টা করলেই গৌতম দেবের হিসেব মতো আরও ২৪-২৮ লক্ষ বেশি ভোট পেলেই আবার অষ্টম বাম সরকার। কিন্তু ২০১৪ লোকসভায়, ২০১৬ বিধানসভায় আবার হার, বিরাট হার। এবং ২০১৪তে দেশের সরকারে নরেন্দ্র মোদি, বিজেপি। ঠিক এই সময়ে সিপিএমের ভুলভুলইয়াতে আর একটা ভুল, আগে রাম পরে বাম। তৃণমূল তৃণমূলের ভোট ধরে রাখল কিন্তু বামেরা ভোট হারাল হু হু করে, তৃণমূল একটু হলেও ভোট বাড়াল বামেরা ভোট হারাল, পেল কে? বিজেপি। বিজেপির ভোট বাড়ছে, ৭০-৭৭টা এমএলএ, ১২-১৮টা এমপি, তো আরএসএস-এর শাখা বাড়বে না তো কি ডিওয়াইএফআই বাড়বে? যাদের ভোটে পুষ্ট হল বিজেপি, তাদের সমর্থনেই বাড়ছে আরএসএস। খেলা হবে, খেলা হবে বলে যারা লে পাগলু ডান্স নাচছেন রাস্তায়, তাঁরা যাচ্ছেন শাখায়? শাখায় গিয়ে আরএসএস-এর ঝান্ডা সেলাম করে তৃণমূলকে ভোট দিতে আসছেন? এর উত্তর কিন্তু কমরেড সেলিম জানেন, খুব ভালো করে জানেন কাদের সমর্থনে বেড়ে উঠছে আরএসএস–বিজেপি, কিন্তু প্রকাশ্য জনসমাবেশে দাঁড়িয়ে মিথ্যে বলছেন। এবার আর একটা প্রশ্ন যা রয়ে গেছে, আসুন তাই নিয়েও আলোচনা করি। কেরালাতে আরএসএস হু হু করে বেড়েছে, কিন্তু তারা নির্বাচনে তেমন সুবিধে করতে পারছে না। তার কারণ বোঝানোর জন্য আসুন ২০১৯-এর লোকসভা নির্বাচনে কেরালার ফলাফলের দিকে চোখ রাখি। ২০১৯-এ বাম গণতান্ত্রিক ফ্রন্ট পেয়েছিল ৪৬ শতাংশ ভোট, কংগ্রেস ৩৮ শতাংশ ভোট আর বিজেপি জোট পেয়েছিল ১৬ শতাংশ ভোট। মানে সিপিএমের বিরোধিতা করতে গিয়ে কংগ্রেস তার ভোট বিজেপির হাতে তুলে দেয়নি, তারা তাদের ভোট ধরে রেখেছে। সিপিএম বামেদের ভোট ধরে রেখেছে কিন্তু বিজেপির ভোট বেড়েছে ৫ শতাংশের মতো। হ্যাঁ, উদ্বেগ এইখানেই, বিজেপি এবং আরএসএস সমানতালে বাড়ছে। ক্ষমতায় আসতে পারছে না কারণ কেউ দান ছেড়ে দেয়নি। আমাদের রাজ্যে দান ছেড়ে দিয়েছে কমরেড সেলিমের দল, তাই বিজেপি বেড়েছে আর পাল্লা দিয়েই আরএসএস বেড়েছে। নিজেদের দিকেই আঙুলটা ঘোরান কমরেড সেলিম, নিজেরাই এই প্রশ্নের জবাব দিন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, হিসেব বলছে সারা দেশের মধ্যে আরএসএস সবথেকে বেশি শাখা তৈরি করেছে কেরালাতে, যেখানে সিপিএমের সরকার আছে, এদিকে ব্রিগেডে কমরেড সেলিম বললেন আমাদের বাংলাতে আরএসএসকে ডেকে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আরএসএস–বিজেপির সঙ্গে লড়াই করে ভোটে জিতেই মমতা তাঁর সরকার ধরে রেখেছেন। কমরেড সেলিম কি সত্যি কথা বলছেন? শুনুন মানুষজন কী বলছেন।

আরএসএস–বিজেপিকে আটকাতে হলে সিপিএমকে আগে আরএসএস–বিজেপি বিরোধী প্রচারে নামতে হবে। সারের দাম কমছে না কেন, মমতা সরকার জবাব দাওয়ের মতো ভুয়ো দাবি তোলা বন্ধ করতে হবে। সব্বাই জানেন সারের দাম বাড়ানো বা কমানোটা মোদিজির হাতে, রাজ্য সরকারের হাতে নেই। পেট্রল ডিজেলের দাম বাড়লে মূল্যবৃদ্ধি হবে আর সেই দামটা কে বাড়াচ্ছে সেটা মানুষ জানে। আর পৃথিবীর সবথেকে পুরনো সত্যিটা হল মানুষ সব জানে, সব বোঝে, পাবলিক সব জানতি হ্যায়। মানুষকে সত্যি বলুন, নিজেদের সংগঠন বাড়ান, মিথ্যে দোষারোপ বন্ধ করে বিজেপির বিরুদ্ধে প্রচার করলে আপনাদেরই যে ভোট চলে গেছে বিজেপির বাক্সে তা ফিরলেও ফিরতে পারে, সেটার দিকে মন দিন। হ্যাঁ, আপনারা খানিকটা বাড়লে বিজেপি আর আরএসএস দুইয়েরই এই বাংলাতে ক্ষমতা বাড়বাড়ন্ত কমবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

এবার চাকরিহারাদের পাশে জুনিয়র চিকিৎসকেরা
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
আবার হারল কেকেআর, প্লে অফ এখন স্বপ্ন
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
বুধে এসএসসি ভবনের সামনে মহা সমাবেশের ডাক
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
‘শালবনিতে মানুষের সার্বিক উন্নয়ন হবে ‘ আর কী কী বললেন সৌরভ?
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
পরবর্তী পোপ কে? বাছাইয়ে অংশ নেবেন ভারতের চার কার্ডিনাল
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
বিধ্বংসী শুভমান গিল, কলকাতার লক্ষ্য ১৯৯
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
এসএসসি ভবন থেকে বেরিয়ে কী জানালেন যোগ্য শিক্ষকদের প্রতিনিধি দল!
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
এক দেশ এক ভোট নিয়ে মতামত নিতে খোলা হবে ওয়েবসাইট
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
আজ কি আদৌ প্রকাশ পাবে এসএসসির যোগ্যদের তালিকা?
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
এসএসসি অফিসের ভিতর ১৩জন শিক্ষক অবস্থানরত
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
গবেষণার সময় ল্যাবে বিস্ফোরণ! ঝলসে মৃত্যু অধ্যাপক
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
‘তালিকা প্রকাশ না করা হলে কাউকে বেরোতে দেব না’ চাকরিহারাদের স্পষ্ট দাবি
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
রাহুল গান্ধী ব্রিটেনেরও নাগরিক? রিপোর্ট চাইল এলাহাবাদ হাইকোর্ট
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
techinfer-child
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team