Placeholder canvas
কলকাতা বুধবার, ০১ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock
আজকে (Aajke) | কেসিআর-এর শিক্ষা কি তৃণমূল নেবে?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:০০:৪৭ পিএম
  • / ৯৯ বার খবরটি পড়া হয়েছে

তেলেঙ্গানাতে কেসি আর হেরেছেন, তাঁর দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, যা পরে হয়েছে ভারতের রাষ্ট্রীয় সমিতি, বিআরএস, তারা সংখ্যাগরিষ্ঠতা থেকে ২১ টা আসন পিছিয়ে, যদি ধরে নেওয়া হয় আসাউদ্দিন ওয়েইসি তাঁদের সমর্থন করবে, তা হলেও তাঁরা ১৬ টা আসনে পিছিয়ে। কেন? মূখ্যমন্ত্রী হিসেবে কে চন্দ্রশেখর রাও প্রথমত আলাদা তেলেঙ্গানা রাজ্যের জন্য লড়েছেন, দ্বিতীয়ত রাজ্যের সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেছেন, পি এম কিসান যোজনার বহু আগে উনি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন, রাস্তা ঘাট, শিল্প, বিদ্যুৎ অনেক কিছু হয়েছে, হায়দ্রাবাদেরও ভোল পাল্টেছে অনেকটাই। তাহলে? আসলে ব্যাট করতে এসে দোনমনও করাটা কোনও কাজের কথা নয়, আর রাজনীতিতে মেইন স্ট্রিম দলের বাইরে আঞ্চলিক দল চালানোর জন্য একটা পরিকল্পনা থাকাটা খুব জরুরি। সেই পরিকল্পনা কি ছিল বি আর এস এর? কে চন্দ্রশেখর রাও এর? অ্যা লায়েন্স এক জরুরি ব্যাপার, আর পাবলিক গাধা নয়, পাবলিক সব জানতি হ্যায়। আপনি তলায় তলায় বোঝা পড়া করে নেবেন আর পাব্লিক জানবে না, এরকমটা হয় না। সেরকম কোনও বোঝাওপড়াতে গিয়েছিলেন নাকি বি আর এস? রাজনীতির মূল কথা হল আপাতত শত্রু কে? সেটা চিহ্নিত করে সাফ জানিয়ে দেওয়া, বন্ধুগণ আমি কিন্তু ওনার বিরুদ্ধে লড়ছি, মানুষ যদি সেই বিরোধিতার অধ্যে নিজেকে খুঁজে পান তো ভাল, নাহলে হাতে পেনশিল। তো বি আর এস তার শত্রুকে চিহ্নিত করেছিল? হ্যাঁ এসব নিয়েই কথা চলছে আর বি আর এস যেমন এক আঞ্চলিক দল, নিজের রাজ্যের মানুষের কাছে এক আইডেন্টিটি পলিটিক্স নিয়ে হাজির হয়েছিল, ঠিক তেমনই এক দল হল তৃণমূল। বি আর এস হেরেছে, তৃণমূল কি সেই হার থেকে কোনও শিক্ষা নেবে? নাকি ওসব আমাদের ব্যাপার নয় বলে পাশ কাটিয়ে যেতে গিয়ে গর্তে পড়বে? আজ সেটাই বিষয় আজকে, কে সি আর এর শিক্ষা কি তৃণমূল নেবে?

তেলেঙ্গানার প্রতিটা মানুষ দেখেছিল আমরণ অনশনে বসেছেন কংগ্রেস থেকে বেরিয়ে আসা এক নেতা কে চন্দ্রশেখর রাও, দাবী পৃথক তেলেঙ্গানা রাজ্য চাই। তেলেঙ্গনা আলাদা রাজ্যের ঘোষণা করলেন মনমোহন সিং, কিন্তু ক্ষীর? সেটা খেলেন কে চন্দ্রশেখর রাও, কেসিআর। ক্ষমতায় এসেই বুঝে গেলেন রাজনীতি বিশেষ করে তেলেঙ্গানার রাজনীতিতে পয়সার সাইক্লোন আসে, যে দলের হাতে কর্ণাটক আর তেলেঙ্গানা থাকবে, তাদের জীবনে টাকার অভাব হবে না। সেই দিক থেকে কিন্তু কংগ্রেসের ২০১৪ কেন? ২০২৯ পর্যন্ত টাকা পয়সা নিয়ে আর কোনও চিন্তা নেই। কিন্তু কে সি আর এবারে তাঁর মেয়েকে, ছেলেকে, জামাই কে, বিভিন্ন আত্মীয় স্বজনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসালেন শুধু নয়, তেলেঙ্গানা হয়ে দাঁড়ালো তাঁর নিজের মনি আর্নিং সেন্টার। শোনা যায় নিজের বাথরুম রিনোভেট করতে তিনি ১৮ কোটি টাকা খরচ করেছিলেন, কেবল বাথরুম। কিন্তু তার সঙ্গেই মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, সংখ্যালঘুদের দল আসাউদ্দিন ওয়েইসির দলের সঙ্গে জোট বাঁধা ইত্যাদি নিয়ে রাজনীতিতে ক্রমশ ক্ষমতাবান হয়ে উঠেছেন, এবং তখন সামনে বিজেপি, শত্রু বিজেপি, তিনি বিজেপিকে সরানোর জন্য এবং নিজের জাতীয় রাজনীতির শীর্ষে ওঠার জন্য দলকে আঞ্চলিক থেকে জাতীয় করে তোলার কাজে নামলেন, মহারাষ্ট্রে দল বাড়াবেন, সংগঠনের কাজ শুরু করলেন, বিভিন্ন বিজেপি বিরোধী নেতা, নীতিশ কুমার, মমতা ব্যানার্জি ইত্যাদিদের সঙ্গে দেখা করতে লাগলেন। এবং দলের নামও বদলালেন এবং সেই সময়েই বুঝতে পারলেন তেলেঙ্গানাতে তাঁর শত্রু বিজেপি নয়, আপাতত মূল শত্রু হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস। জাতীয় হয়ে ওঠার পর্যায়ে বিভিন্ন উপায়ে ফান্ড বাড়ানোর চেষ্টা করেছেন, বিভিন্ন দূর্নীতির সঙ্গে জড়িয়েছে দলের নাম, তাঁর ছেলে মেয়ে, আত্মীয়দের নাম। সব মিলিয়ে ইডি সি বি আই এর চাপ বাড়ছে, কর্ণাটকের জয়, তার আগে ভারত জোড়ো যাত্রা ইত্যাদি মিলিয়ে কংগ্রেস উঠে দাঁড়িয়েছে, এই সময়ে তাঁর মনে হয়েছে একটা হালকা যোগাযোগ করলে সম্ভবত বিজেপির চাপ কমবে, কমেওছে, কিন্তু সেই খবর মানুষের কাছে গেছে, তিনি আরামসে বিজেপির সঙ্গেই যেতে পারতেন, এমনি তো কোনও অসুবিধেই ছিল না, কিন্তু উনি সেটাও করেন নি, ব্যাটিং ক্রিজে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে দেরি করেছেন, ওধারে দিল্লি লিকার স্ক্যাএ হঠাৎ করেই মেয়ের কাছে ইডির আসা এক্কেবারে বন্ধ, পাবলিক বুঝে গেছে, শেষ মূহুর্তে বিজেপি বিপদ বুঝেই গা ঝাড়া দিয়ে মাঠে নেমেছে, যার ফলে বেশ কিছু ভোট চলে গেছে বিজেপির দিকে, তাই বাঁচোয়া, সেই ভোট যদি কংগ্রেসের দিকেই যেত, তাহলে বি আর এস এর অবস্থা আরও খারাপ হত। এই গোটা এপিসোডে নিজের রাজ্য ছেড়ে জাতীয় রাজনীতিতে নামার জন্য যে বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিয়েছিল বি আর এস, তেলেঙ্গানা নামটা ও বাদ দিয়ে আঞ্চলিক সেন্টিমেন্টটাও হারিয়েছিল সেই ভুল থেকে কি তৃণমূলের কিছু শেখার নেই? কে চন্দ্রশেখর রাও যেভাবে বিশাল ডাইরেক্ট বেনিফিসিয়ারি তৈরি করেছেন, বিভিন্ন প্রকল্পে সরাসরি মানুষকে সাহায্য করেছেন, সেটা কিন্তু তাঁকে বা তাঁর সরকারকে বাঁচাতে পারে নি, সেখান থেকে কি তৃণোমূল দলের কিছু শেখার নেই? আমরা শেই প্রশ্নই করেছিলাম আমাদের দর্শকদের, শুনুন তাঁরা কী বলছেন?

আঞ্চলিক দলের সুবিধে হল তারা অনেক তাড়াতাড়ি অনেক সরাসরি রাজ্যের মানুষের সঙ্গে এক যোগাযোগ, এক সম্পর্ক তৈরি করতে পারে। জাতীয় দলের বিভিন্ন বাধ্যবাধকতার জন্যই সেই সম্পর্ক তৈরি করার অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু সেই আঞ্চলিকতা কে উপেক্ষা করে জাতীয় হয়ে ওঠার ইচ্ছে খুব মারাত্মক হয়ে উঠতে পারে, তার উদাহরণ, টি আর এস থেকে বি আর এস। আবার আঞ্চলিক দলের এক অসুবিধে হল তার বিচ্ছিন্নতা, তার বিচ্ছিন্নতার সুযোগ নিতেই পারে ফেডারেল স্ট্রাকচারে বিজেপির মত ফেডারেল স্ট্রাকচার বিরোধী দল সেক্ষেত্রে তার দেশের অন্যান্য আঞ্চলিক দল এবং জাতীয় দলের সঙ্গে সম্পর্ক তৈরি করাটাও জরুরি। এই কথাগুলো বোঝেন নি কে চন্দ্রশেখর রাও, নিশ্চই বুঝবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

নেট ব্যাঙ্কিংয়ে সতর্কতা বাড়াতে কড়া পদক্ষেপ নিল রির্জাভ ব্যাঙ্ক
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
ঘুমপাড়ানি গুলি খেয়ে আপাতত সুস্থ জিনাত, বাঘিনি পরের ঠিকানা কী?
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
হেডের সেলিব্রেশনে ক্ষুব্ধ সিধু, সাফাই কামিন্সের
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
বিয়ের শপিং শুরু অঙ্কুশ-ঐন্দ্রিলার
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
ভারতীয় নার্সকে মৃত্যুদণ্ড দিল ইয়েমেন! কোন অপরাধের শাস্তি?
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
জেলেনস্কিকে পুতিনের পায়ে ফেলবে ট্রাম্প! যুদ্ধের ময়দানে আমেরিকার নতুন কূটনীতি কী?
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
প্রেমিকা আর প্রাক্তন স্ত্রীকে ছুটি কাটাচ্ছেন হৃতিক
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে ধৃতদের পুলিশি হেফাজত
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
ইজরায়েলের আকস্মিক হামলায় গাজার হাসপাতাল ধ্বংস!
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
ইজরায়েলের আকস্মিক হামলায় গাজার হাসপাতাল ধ্বংস!
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
মহাকুম্ভ উপলক্ষে অতিরিক্ত তিনহাজার সহ মোট ১৩ হাজার ট্রেন চালাবে ভারতীয় রেল
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
বছরের শুরুতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে বসতে চলেছে বৈঠক
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
কলকাতায় উদ্ধার প্রচুর ভেজাল ওষুধ! গ্রেফতার সংস্থার মালকিন
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
জমজমাট কোল্ড পোল ফেস্টিভাল! শীতের অন্ধকারে বল্গা হরিণের দৌড় ও স্লেজ প্রতিযোগিতার মজাদার অভিজ্ঞতা!
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
সিগন্যাল ভেঙে মহিলাকে ধাক্কা দিল বাস, ধুন্ধুমার তেলেঙ্গাবাগানে
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team