শুক্রবার বিধানসভায় শপথ নিলেন ১১ জন বিধায়ক। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ ১১ জন বিধায়ক। বাদ রইলেন বিজেপির এক বিধায়ক। শুক্রবার বিধানসভার নৌশার আলি কক্ষে বিধায়কদের শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। এমাসেরই ৬ ও ৭ তারিখ নব নির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। সেই সময়ে শপথ নিতে পারেননি ব্রাত্য বসু, রথীন ঘোষ তৃণমূল কংগ্রেসের ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলি ও মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। এছাড়াও সেই সময়ে শপথ নিতে পারেননি বিজেপির ইংরেজ বাজার বিধানসভার শ্রীরূপা মিত্র চৌধুরী ও দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস। বাকুড়া বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ, জলপাইগুড়ির প্রদীপ বর্মা ও রায়পুরের মৃত্যুঞ্জয় মুর্মু আজ শপথ নেন। করোনা আক্রান্ত হওয়ায় বাদ থেকে যান গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পুর ও নগর উন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিষদীয় প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু ও রাজ্যের শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ।