চুলের স্বাস্থ্য ধরে রাখতে দারুণ কার্যকরী হেয়ার ডিটক্স মাস্ক। হেয়ার ডিটক্সের কথা শুনে ভাবছেন অতিমারির আবহাওয়ায় আবার পার্লার বা সালোঁতে যেতে হবে? না, যেতে হবে না চুলের সমস্যা অনুযায়ী ঘরে বসেই নিশ্চিন্তে বানিয়ে ফেলুন হেয়ার ডিটক্স মাস্ক।
অ্যান্টি ড্যানড্রাফ মাস্ক (Anti dandruff hair mask)
উপকরণ
মাস্ক বানানোর বিধি
কেন ব্যবহার করবেন এই মাস্ক (benefits of this hair mask)
দইয়ে ল্যাকটিক অ্যাসিড আছে। এটা ত্বকের মৃত কোষ পরিষ্কার করে স্ক্যাল্প এক্সফোলিয়েট করে। এর ফলে মাথার ত্বকের রোমকূপে জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার হয়ে যায়। চুল বাড়তে সাহায্য করে। অন্যদিকে নীম পাতারা অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লেমেটারি কার্যকারিতা রয়েছে এটা মাথার ত্বক পরিষ্কার রাখে, স্ক্যাল্পে চুলকানী বা খুশকির সমস্যা কম করে।
হাইড্রেটিং মাস্ক (hydrating mask)
চুলের হারানো আর্দ্রতা ফেরানো হেয়ার ডিটক্সের অন্যতম বিষয়। এই হাইড্রেটিং মাস্ক চুলের হারানো আর্দ্রতা ফেরাতে দুর্দান্ত কাজ করে।
উপকরণ
মাস্ক বানানোর বিধি
কেন ব্যবহার করবেন এই মাস্ক
পাকা কলায় প্রচুর পরিমানে ভিটামিন (vitamin) রয়েছে। এই ভিটামিন(vitamin) ক্ষতিগ্রস্ত ও শুষ্ক মাথার ত্বক ও চুল সারিয়ে তুলতে ভীষণ উপকারী। এদিকে অলিভ অয়েলে(olive oil) রয়েছে প্রচুর পরিমানে হেলদি ফ্যাট(healthy fat) ও ভিটামিন ই(vitamin E), এই দু’টো উপাদানই চুলে পর্যাপ্ত আর্দ্রতার(moisture) জোগান দেয়, দুমুখো চুল(split ends) সারিয়ে তোলে ও চুলে হারানো জেল্লা(lustre) ফিরিয়ে আনে।
এক্সফোলিয়েটিং মাস্ক (exfoliating mask)
মাথার ত্বকে জমে থাকা ধুলো ময়লা থেকে অনেক সময়ে ব্যক্টেরিয়া সংক্রমণ হয়। এর ফলে চুল পড়ে যাওয়া সহ চুলের একাধিক সমস্যা সৃষ্টি হয়। তাই মাথায় নিয়মিত এক্সফোলিয়েশন করা অত্যন্ত আবশ্যক।
এই এক্সফোলিয়েশন করতে লাগবে-
উপকরণ
মাস্ক বানানোর বিধি
এই তিনটি উপকরণ একটা পাত্রে ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ সরাসরি মাথার ত্বকে ও চুলে সর্বত্র ভাল করে লাগিয়ে নিন।
পনেরো মিনিট ধরে হালকা হাতে ভাল করে মাথায় মালিশ করুন।
মালিশ করার কয়েক মিনিট পর প্লে ন জল দিয়ে ভাল করে মাথা আর চুল ধুয়ে ফেলুন।
কেন ব্যবহার করবেন এই মাস্ক
কফি চুল পড়া সহ একাধিক সমস্যার সমাধান করে। মাথার ত্বকের মৃত কোষ সারিয়ে তোলে। চুল বাড়তে সাহায্য করে। এদিকে অ্যালোভেরা চুলে আর্দ্রতা জোগানোর পাশাপাশি ফ্রিজি চুল মসৃণ করতে সাহায্য করে।
(ছবি সৌ: Unsplash)