করোনার প্রকোপে টলিপাড়ায় প্রায় আটকে পড়েছে বহু কাজ। সম্প্রতি খবরে আসে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা করোনা আক্রান্ত। তাই শ্যুটিংয়ের কাজ পিছিয়ে দিলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য।
রাফিয়াত রশিদ মিথিলা ও সৌরভ দাস। একজন এপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অন্যজন ওপার বাংলার অভিনেতা। দুজনের একসঙ্গে কাজ করার কথা টলিউডের পরিচালক দেবালয় ভট্টাচার্য হইচই’র ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ দ্বিতীয় সিজনে। এই সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেন সৌরভ দাস অন্যদিকে ছিলেন শোলাঙ্কি রায়। তবে এবার শোলাঙ্কির বদলে অভিনয় করবেন মিথিলা।
হিসেব মতো আগামী ১৪ জানুয়ারিতেই শ্যুটিংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে মিথিলা করোনা আক্রান্ত হয়ে পড়ায় শ্যুটিংয়ের কাজ পিছিয়ে দেওয়া হয়, এমনই জানালেন মিথিলা। তবে অভিনেতা সৌরভ আপাতত সুস্থ আছেন। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে ‘মন্টুপাইলট’ এর দ্বিতীয় সিজনের শ্যুটিংয়ের নতুন ডেট ঠিক করা হবে।