মুর্শিদাবাদ: ফের তথ্য জালিয়াতির অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ৷ একই সঙ্গে ধৃতের ল্যাপটপ, মোবাইল-সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করল পুলিশ৷ মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানা এলাকার ঘটনা৷ পুলিশ সূত্রের খবর, ধৃত জাল আধার কার্ড-ভোটার কার্ড দিয়ে সিম কার্ড দিয়ে জালিয়াতির ব্যবসা ফেঁদেছিল।
সামশেরগঞ্জ হাউস নগরের এই বাসিন্দা ধৃত মোক্তার হোসেন দীর্ঘদিন ধরেই এভাবে তথ্য জালিয়াতি করে সিম তোলার কাজ চালিয়ে যাচ্ছিল৷ এ খবর পুলিশের কাছে পৌঁছতেই সামশেরগঞ্জ হাউস নগর বাজারে ধৃতের দোকানে হানা দেয়৷ হাতেনাতে ভুয়ো সিম বিক্রির অভিযোগ ধরা পড়ে মোক্তার৷ সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হয়৷ দোকান থেকে একটি ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, বায়োমেট্রিক স্ক্যানার, ছয়টি মোবাইল ফোন ও একটি ক্যামেরা বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি জেরায় জালিয়াতির কথা স্বীকার করেছে৷ গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷