দাম বাড়তে বাড়তে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছেছে পেট্রোল ও ডিজেলের দাম। ২৯ জুন পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে বেড়ে হয়েছে ৯৮.৬৪ টাকা এবং ৯২.০৩ টাকা। বেড়েছে খাদ্য দ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। তাহলে আর অ্যাপ ক্যাব সংস্থা গুলিও পিছিয়ে থাকে কেন? জ্বালানি তেলের সঙ্গে সঙ্গে এবার ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের।
করোনা আবহে চাকরি হারিয়েছেন বহু মানুষ। দেশের অর্থনীতির অবস্থাও টালমাটাল। তার ওপর আবার করোনার দ্বিতীয় প্রবাহ। এই অবস্থা ক্রমাগত বাড়ছে জ্বালানি তেলের দাম। যার কুপ্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপরে। বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। এমন পরিস্থিতিতে দাম বাড়ানোর লক্ষ্য থেকে পিছিয়ে থাকলো না অ্যাপ ক্যাব সংস্থা গুলিও। শহরে অ্যাপ ক্যাবের ভাড়া বাড়ল ১৫ শতাংশ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণেই এই ভাড়া বাড়ানো হয়েছে বলে জানিয়েছে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। আগে কিলোমিটার প্রতি ১০ টাকা ভাড়া নেওয়া হত। এখন কিলোমিটার প্রতি ভাড়া হবে ১৫ টাকা। করোনা পরিস্থিতির মধ্যে ক্যাবের এই ভাড়া বৃদ্ধির ফলে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা।