হাওড়া: সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বালির শ্রীচরণ লেনের বালি (Bally) জুট কোম্পানি লিমিটেডে। এদিন সকালে হঠাৎই ধোঁয়া বেরতে দেখা যায় জুটমিলের সেলাই ঘরের ফিনিশিং গোডাউনে। প্রায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই প্রথমে দমকলের দুটি ইঞ্জিন চলে আসে। কিন্তু, আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও একটি ইঞ্জিন চলে আসে। ঘটনাস্থলে পৌঁছয় বালি থানার পুলিস। চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বালি জুটমিল একটি ঘন জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। পাশেই একটি বাজার রয়েছে। আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুনের তাপে গোডাউনের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। বাজারের দোকানদাররা আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় সংবাদ মাধ্যমকে ভেতরে ঢুকতে বাধা দেয় পুলিস। দমকলের তিনটি ইঞ্জিনের চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন : Howrah: বালিতে আগুনে ভস্মীভূত দু’টি বাড়ি
দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। মিলের বেশ কিছু শ্রমিকের অভিযোগ, মিল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই আগুন লাগার ঘটনা ঘটল। তাঁরা আরও জানান, বালি জুটমিলে আগুন নেভাবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। যার ফলস্বরূপ প্রায়শই সেখানে আগুন লাগার মতো বড় দুর্ঘটনা ঘটে। ফিনিশিং গোডাউনের দেয়াল এবং ছাদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।