গঙ্গাসাগর : হাই কোর্টের সবুজ সঙ্কেতের পর করোনা বিধি মেনে হচ্ছে গঙ্গাসাগর মেলা। চলছে মানুষকে সচেতন করার কাজ । মেলা হওয়াতে স্বস্তিতে ব্যবসায়ীরা। বিগত দুই বছর ধরে করোনা আবহে বারবার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে মেলার ব্যবসায়ীদের। বিশেষত গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে যে সমস্ত ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষা করে থাকেন তাঁরা যথেষ্ট চিন্তিত ছিলেন। কারণ মেলার জন্য তাঁরা আগাম জিনিসপত্র মজুদ করেছিলেন। মেলা বন্ধ হলে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হত তাঁদের।
স্থানীয় এক ব্যবসায়ী মধুচন্দ্রা দাস জানান, মেলা হচ্ছে সেটা জানার পর খুব খুশি তাঁরা। সমস্ত রকম করোনা বিধি মেনেই মেলায় ব্যবসা করবেন। মেলা বন্ধ হয়ে গেলে রুজি রুটি বন্ধ হয়ে যেত।
জীবাণু মুক্ত করতে স্যানিটাইজেশনের কাজ চলছে
আরও পড়ুন : গঙ্গাসাগর মেলা নিয়ে শুনানি শুরু হাই কোর্টে, কী বলছে রাজ্য
ড্রনের মাধ্যমে স্যানিটাইজেশন চলছে
গঙ্গাসাগর মেলা বন্ধ রাখার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। তার পরই রাজ্যের প্রস্তাব শুনে তিন সদস্যের কমিটির নজরদারিতে মেলা করার অনুমতি দেয় আদালত।