কলকাতা: অরূপ বিশ্বাসের পর করোনা আক্রান্ত রাজ্য মন্ত্রিসভার আরও এক সদস্য (Sujit Bose Covid)। এবার কোভিড আক্রান্ত দমকল মন্ত্রী সুজিত বসু। মৃদু উপসর্গ থাকায় আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন বিধাননগরের বিধায়ক (Sujit Bose Covid)। এর আগে ২০২০ সালেও করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। রাজ্যের মন্ত্রীদের মধ্যে তিনিই প্রথম কোভিডে আক্রান্ত হয়েছিলেন। মালদহের তৃণমূল নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীও করোনা সংক্রমিত।
মন্ত্রীর পরিবারের অন্যান্য সদস্যরাও আক্রান্ত কি না, তা জানতে শনিবার তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে। করোনার তৃতীয় ঢেউয়ে রীতিমতো কাঁপছে বাংলা। প্রচুর বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদ, সিনেতারকারা তৃতীয় ঢেউয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন। এর আগে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও কোভিড আক্রান্ত হন। তাপস রায়, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, দেব, মিমি চক্রবর্তী, অগ্নিমিত্রা পল, বাবুল সুপ্রিয়, কুণাল ঘোষ সহ আরও অনেকেরই রিপোর্ট পজিটিভ এসেছে।
কোভিডের ঊর্ধ্বগতি অব্যাহত বাংলায়৷ শুক্রবার রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যাটা পেরিয়ে গেল ১৮ হাজারের গণ্ডি৷ সংক্রমণের নিরিখে শীর্ষে সেই কলকাতা৷ স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, রাজ্যে একদিকে করোনা আক্রান্ত ১৮ হাজার ২১৩ জন৷ যার মধ্যে শুধু কলকাতাতে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৭৮৪ জনের শরীরে ধরা পড়েছে করোনা৷ রাজ্যে পজিটিভিটি রেট ২৬.৩৪ শতাংশ৷ যা বৃহস্পতিবারের তুলনায় দুই শতাংশ বেশি৷
আরও পড়ুন: Modi-Mamata: ক্যানসার হাসপাতাল উদ্বোধন আগেই, মমতার দাবির পাল্টা টুইট মালব্যর
সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবই কলকাতা-সহ রাজ্যে কোভিডের বাড়বাড়ন্তের জন্য দায়ী বলে মনে করছেন চিকিৎসকদের একটা অংশ৷ চিকিৎসকেরা ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিলেও ট্রেন, বাস, মেট্রোয় গাদাগাদি করে চলাফেরা করছেন কর্মজীবীরা। সে কারণে দাবানলের মতো বাড়তে থাকা সংক্রমণ কিছুতেই ঠেকানো যাচ্ছে না। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেন, এক শ্রেণির মানুষ কথা শুনছেন না৷