একদিকে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ অন্যদিকে হাড় কাঁপানো শীত। এই শীতেই মাথাচাড়া দেয় ফ্লু, সর্দি কাশির মত হাজারো সমস্যা। এদিকে কোভিড ও শীতের এই সমস্যাগুলোর উপসর্গে একাধিক মিল রয়েছে। তাই সামন্য সর্দি কাশি হলে একদিকে যেমন অনেকেই কোভিড ভেবে আতঙ্কিত হয়ে পড়ছেন। তবে এই নিয়ে অকারণে আতঙ্কিত হবেন না যদি আপনি কোনও কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসেন তা হলে প্রথমে এই সমস্যাগুলো আপনার হচ্ছে কিনা দেখে নিন-
ভয় না পেয়ে বরং ওপরের এই সমস্যাগুলোর কোনও একটি থাকলে রাপিড অ্যান্টিজেন টেস্ট (RAT) বা আরটিপিসিআর (RT-PCR) টেস্ট করাতে পারেন।
তবে সরকারী নির্দেশিকা অনুযায়ী কোনও রকম উপসর্গ না থাকলে (asymptomatic)এই টেস্ট বাধ্যতামূলক না।
(ছবি সৌ :Pexels)