Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
বিজেপি এজেন্টের কাজ করছেন রাজ্যপাল, তোপ তৃণমূলের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ০৭:০২:৪০ পিএম
  • / ৪২৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

কলকাতা: “বিজেপি এজেন্টের কাজ করছেন রাজ্যপাল। রাজভবনকে বিজেপির দলীয় কার্যালয় তৈরি করে ফেলেছেন উনি। সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছেন। বারবার মানুষকে বিভ্রান্ত করছেন উনি। রাজ্যপাল জগদীপ ধনখড়কে এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার চিফ হুইফ সুখেন্দুশেখর রায়।

আরও পড়ুন: হাওয়ালা কাণ্ডে রাজ্যপালকে আক্রমণ মমতার

রাজ্যপালকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, “জৈন হাওয়ালা মামলায় কে যুক্ত ছিলেন, চার্জশিটে নাম ছিল কিনা প্রকাশ করুন। যেভাবে টাকা-কমিশনকে কাজে লাগিয়ে ভোট, সবাই জানে। অফিসার, পর্যবেক্ষকদের বদলে রাজনৈতিক কমিশন ভোট করিয়েছে। ভুয়ো খবর ছড়িয়ে সোশাল মিডিয়ায় প্রচারের চেষ্টা চলছে।”

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে সন্ধেয় পালটা রাজভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, ‘সাংবাদিক বৈঠকে ভয়ঙ্কর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। কখনও ভাবিনি মমতার মতো নেত্রী উত্তেজনা তৈরি করতে এই অভিযোগ করবেন। এখনও পর্যন্ত জৈন হাওয়ালাকাণ্ডে কেউ দোষী প্রমাণিত হননি। জৈন হাওয়ালাকাণ্ডে চার্জশিটে কখনই রাজ্যপাল ছিলেন না। মুখ্যমন্ত্রী যা অভিযোগ করছেন, তার কোনও সত্যতা নেই।’

আরও পড়ুন: রাজ্যপাল ও সরকারের দ্বৈরথ চলছেই

রাজ্যপালের এই দাবি নিয়ে মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করল তৃণমূল। সুখেন্দুশেখর রায় ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুখেন্দুশেখরবাবু বলেন, “রাজ্যপাল অর্ধসত্য বলেছেন। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বক্তব্যকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, যেন এটা কোনও ঘটনা নয়, তিনি যেন নিস্পাপ শিশু। কিন্তু ঘটনাটা তা নয়। সংবিধানকে অগ্রাহ্য করে কৃতিত্ব ফলাবার চেষ্টা করছেন উনি।”

তৃণমূল সাংসদ অভিযোগ করেন, “বিভ্রান্তি ছড়াচ্ছেন রাজ্যপাল। সাংবিধানিক পদে থেকে ক্ষমতার অপব্যবহার করছেন উনি। জৈন হাওয়ালা মামলার ট্রায়াল হয়নি তাই অব্যহতি পাওয়ার সুযোগ নেই।” এখানেি শেষ নয়, সুখেন্দুশেখর বলেন, “জৈন মামলার ডায়েরিতে ৩ নম্বর পাতায় এক ধনখড়ের নাম রয়েছে। যার পাশে ৫ লেখা । এখন এই ধনখড় আর এখানের রাজ্যপাল ধনখড় এক ব্যক্তি কিনা তা তিনিই বলতে পারবেন।”

বস্তুত রাজ্য-রাজ্যপাল সংঘাত পশ্চিমবঙ্গে নতুন নয়। নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই বারবার ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল। একাধিকবার রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্রসচিব, কলকাতার পুলিশ কমিশনারকে রাজভবনে ডেকে রিপোর্ট নিয়েছেন। ভোট পরবর্তী হিংসার চিত্র দেখতে কোচবিহার, পূর্ব মেদিনীপুরের সফরও করেছেন। কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিককে নিয়ে একাধিক এলাকা ঘুরে দেখেছেন। নির্বাচনের পর দু’মাস পেরিয়ে গেলেও রাজ্যপালের অভিযোগে দাড়ি পড়েনি।

আরও পড়ুন: ভোটে হেরে ময়দানে বিজেপি নেই,  আছেন রাজ্যপাল

খোদ কলকাতা হাইকোর্ট যেখানে ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলায় রাজ্যপালের ভূমিকার প্রশংসা করেছেন, সেখানে রাজ্যপাল নিয়মিত ট্যুইট করে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হয়েছেন বলে সরব হয়েছেন। দিল্লি গিয়ে মোদি, শাহ, রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করেছেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি অবশ্য কৌশলে রাজ্যপালের পাশেই দাঁড়িয়েছেন। তাঁর কথায়, যখন থেকে রাজ্যপাল হয়ে এসেছেন জগদীপ ধনখড় তখন থেকেই তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি। আর তাই রাজ্যপালকে আক্রমণ করছে তৃণমূল নেতারা।

তবে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ‌”রাজ্যপাল তো দিল্লি যাচ্ছেন। তখন রাজ্যপালের বলা উচিত যে কেন কেন্দ্র দীর্ঘদিন ধরে রাজ্যকে বঞ্চিত করে গেল। সমস্ত রকম পাওনা, জিএসটির বকেয়া সমস্ত কিছুতেই বঞ্চিত করা হচ্ছে বাংলাকে। কোভিড নীতিতে কেন্দ্র পুরোপুরি ব্যর্থ। সেগুলি নিয়ে দিল্লিতে কথা বলুক রাজ্যপাল। কিন্ত তিনি তা না বলে শুধুমাত্র বিজেপির এজেন্টের কাজ করছেন তিনি। বিজেপির দলীয় ভবন তৈরি করে ফেলেছেন রাজভবনটাকে।”

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

সেমিফাইনালে ওঠাই লক্ষ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
হার্ভার্ডে বিদেশি ছাত্র ছাত্রীদের পড়ানো বন্ধের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
গরু পাচার রুখতে গিয়ে প্রাণ গেল একজনের, আহত দুই পুলিশ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
ঘোষিত ওয়াকফ সম্পত্তি বাতিল নয়, কেন্দ্রীয় সরকারের আশ্বাসে স্বস্তি
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
ভুয়ো পাসপোর্ট কাণ্ডে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
রূপান্তরকারী নারীরা ‘মহিলা’ নন, যুগান্তকারী রায় ব্রিটিশ সুপ্রিম কোর্টের
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
চাকরি গেল ভারতের ব্যাটিং ফিল্ডিং কোচের, ইংল্যান্ড ম্যাচের আগে বদল
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
শিনকানসেন, ভারতকে বিনামূল্যে বুলেট ট্রেন উপহার জাপানের
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
শেয়ার বাজারে বড় উত্থান, সেনসেক্স বেড়েছে প্রায় ১২০০ পয়েন্ট
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
চাকরি করতে পারবেন…আপাতত স্বস্তি ২৬ হাজার চাকরিহারার, এল সুপ্রিম নির্দেশ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
দিল্লির রঙ্গা-বিল্লা মামলা নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
পরিবারের অমতে বিয়ে করলে, মিলবে না পুলিশি সুরক্ষা, বিতর্কিত রায় এলাহাবাদ হাইকোর্টের
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তীব্র গরম থেকে মিলবে কি স্বস্তি?
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
বিধ্বংসী আর্সেনাল, চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের বিদায়
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
ওয়াকফ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিম কোর্ট
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team