বলিউড সুপারস্টার অক্ষয় কুমার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন তিনি তার মোবাইল একশন গেম অ্যাপ ‘এফএইউ-জি’ FAUG(Fretless and United Guards) এর আপগ্রেড ভার্সন ‘ডেথ ম্যাচ মোড’ আনতে চলেছেন। তিনি আশা করেন এই নতুন ভিডিও গেম অ্যাপ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে।
প্রসঙ্গত, গতবছর ভারতে চিনা আগ্রাসনের পরে ভারত সরকার প্রায় একশোটির উপর চিনা অ্যাপ এই দেশে নিষিদ্ধ করে। যার মধ্যে বেশ কিছু জনপ্রিয় ভিডিও গেম অ্যাপ ছিল। ‘পাবজি’ এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও গেম অ্যাপ। সে সময় ভারতবর্ষের এক বিশাল সংখ্যক দর্শক এই ভিডিও গেম খেলা থেকে বঞ্চিত হয়। তখনই বলিউড ‘খিলাড়ি’অক্ষয় কুমার নতুন এই ‘ফাও-জি’ ভিডিও গেম অ্যাপ বাজারে নিয়ে আসেন। কিন্তু তা উপভোক্তাদের কাছে মোটেই খুব পছন্দের হয়নি। সোশ্যাল মিডিয়ায় তার মান নিয়ে বিরূপ মন্তব্য ও সমালোচনা করা হয়।
আর সেই জন্যই অক্ষয় এই ভিডিও গেমের নতুন ভার্সন আনতে চলেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় এ সম্পর্কে লেখেন, ‘বুলেটগুলি উড়বে যখন # FAUG মারাত্মক দলের লড়াইয়ে তাদের দুশমনদের মুখোমুখি হবে! FAUG এর টিম ‘ডেথ ম্যাচ মোডের’ নতুন রিলিজটিতে যোগদান করুন। সীমাবদ্ধ স্লট কেবল!’
চলতি বছরের জানুয়ারিতে ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অক্ষয় মোবাইল একশন গেম (এফএইউ-জি) চালু করেছিলেন। গেমটি ব্যাঙ্গালোর ভিত্তিক স্টুডিও ‘এনকোয়ার গেমস’ তৈরি করেছিল, অক্ষয় নিজেই এটির কনসেপ্ট তৈরি করেছিলেন। এফএইউ-জি গেমটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরটিতে পাওয়া যায়।
এই গেম উদ্বোধন করার সময় অক্ষয় টুইট করে লেখেন,’বিনোদন ছাড়াও খেলোয়াড়রা আমাদের সৈন্যদের ত্যাগ সম্পর্কেও শিখবেন।’