প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক সচ্ছলতা সব কেমন হবে, কী বলছে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল।মীন রাশির জাতক- জাতিকাদের জন্য কেমন হবে ২০২২ দেখে নিন-
আপনার স্বভাবসিদ্ধ ক্যারিশমার অভাব ঘটবে এবছর। কথায় কথায় মেজাজ হারাবেন। নিত্য জীবনযাপনে উত্সাহের অভাব ঘটবে। কর্মপরায়ণ আপনি কিছুটা অলস প্রকৃতির হয়ে উঠবেন। পরিবার ও বন্ধু বান্ধবদের সমস্যার সমাধান করতে করতে হাফিয়ে উঠবেন আপনি। তবে আপনার ব্যক্তিত্বের দৃঢ়তার জন্য এই পরিস্থিতি থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন।
কেমন হবে কেরিয়ার
কর্মজীবনে চাপে থাকবেন। কাজের চাপ খুব বেশি থাকবে। সময়ের মধ্যে কাজ সেরে ফেলার ওপর নির্ভর করছে আপনার আয়। তাই ডেডলাইন মিট করতে না পারলে সাময়িক সমস্যার সম্মুখিন হতে হবে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এটা খুবই প্রয়োজ্য। চাকুরিজীবীদের জন্য ধৈর্য্যই মূলমন্ত্র।
পড়াশোনার জন্য কতটা শুভ নতুন বছর
মীন রাশির ছাত্র ছাত্রীদের জন্য যেন এ এক সুবর্ণ সুযোগ।পরিক্ষায় ভাল ফল হবে। পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে। এক্ষেত্রে সাময়িক বিভ্রান্তি দেখা দিতে পারে তবে বিচলিচ হওয়ার প্রয়োজন নেই বাড়ির বড়দের সঙ্গে পরামর্শ করে কাজ করলে সমস্যার সমাধান হবে। মেডিসিন নিয়ে পড়াশোনার জন্য মীন রাশির জাতকদের জন্য খুবই শুভ সময়। যারা সরকারী চাকরির পরিক্ষায় বসতে চান সেপ্টেম্বর মাস থেকে তাদের জন্য ভাল সময় শুরু হবে।
স্বাস্থ্য ভাল থাকবে
শারীরিক কোনও সমস্যা জীবনযাপনে বাঁধা হবে না। শরীর ভাল থাকবে তবে ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে।গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।
আর্থিক সচ্ছলতা না পকেটে টান?
খরচা বাড়বে। ধার দেনার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সামলে চললে আর্থিক অবস্থা নিয়ন্ত্রণে রাখা যাবে। তবে কোনও বিনিয়োগের পরিকল্পনা থাকলে তা ভেবে চিন্তে করলে সমস্যা হবে না। গাড়ি কেনার ভাবনা চিন্তা থাকলে সময়টা একেবারেই শুভ নয়। আর্থিক লোকসান হতে পারে। তবে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সময়টা শুভ।জমি বা ফ্ল্যাট কেনার চিন্তাভাবনা করতে পারেন।
প্রেম ও বিয়ের জন্য কেমন হবে নতুন বছর
মীন রাশিদের জাতকদের জন্য, এ যেন আকাশে বাতাশে প্রেম। প্রণয় সম্পর্ক আরও দৃঢ় হবে। বিবাহ জীবনে নতুন করে প্রেমের সঞ্চার হবে। আর যারা নতুন প্রেমে পড়েছেন বা একতরফা প্রেমে মজেছেন এই সুযোগ মনে কথা পছন্দের মানুষকে জানিয়ে দিন। প্রেমে সাড়া পাবেন। নতুন সম্পর্ক শুরু করার পক্ষে খুবই ভাল সময়।