কলকাতা: পরনে নীল চেক শার্ট আর নীল ফেদার জ্যাকেট। মুখে সেই চেনা হাসি। হাসপাতাল থেকে বেরিয়ে সৌরভ হাতও নাড়লেন (Sourav Ganguly) অনুরাগীদের উদ্দেশ্যে। শুক্রবার দুপুর দুটো নাগাদ তিনি হাসপাতাল থেকে ছাড়া পান মহারাজ। আপাতত বেহালার বীরেন রায় রোডের বাড়িতে আইসোলেশনে থাকবেন সৌরভ। সৌরভের (Sourav Ganguly) শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে খবর, সৌরভকে ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকবে হবে। তাঁর শারীরিক অবস্থা ভালোই। সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। এ দিন সকালে সৌরভের জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসে কল্যাণী থেকে। রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে। সমস্ত করোনা প্রোটোকল মেনে চলতে হবে বাড়িতেও। যাবতীয় ওষুধপত্রও চলবে।
ভিটামিন সি জাতীয় ট্যাবলেট নিয়মিত খেতে হবে। ফুসফুস যাতে স্বাভাবিক থাকে তাঁর জন্য ভেপার নিতে হবে। ১৪ দিন বাড়িতে কাটানোর পর ফের মহারাজের স্বাস্থ্যপরীক্ষা হবে। তার পরই বাড়ি থেকে বেরোনোর ছাড়পত্র মিলবে। এ দিন হাসিমুখেই হাসপাতাল থেকে বেরোন সৌরভ। হাত নাড়িয়ে ইঙ্গিত দেন, ভালো আছেন। করোনা আক্রান্ত হওয়ায় গত সোমবার রাতে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন দাদা।
আরও পড়ুন: Sourav Ganguly: করোনায় আক্রান্ত সৌরভ, ভরতি হাসপাতালে