দার্জিলিং: বর্ষশেষে অঝোর তুষারপাতে ঘুম ভেঙেছে দার্জিলিংয়ের। বুধবার সকাল থেকেই বরফে মুড়েছে ঘুম স্টেশন ও টাইগার হিল এলাকা। তবে প্রবল তুষারপাতে দার্জিলিংয়ের ৫৫ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। বিস্তীর্ণ এলাকা জুড়ে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। পর্যটকদের কথা ভেবে রাস্তা পরিষ্কারে নেমে পড়ে দার্জিলিং পুলিস। বরফ সরিয়ে দার্জিলিংয়ের ওই প্রধান রাস্তাকে যান চলাচলের উপযুক্ত করে তোলেন তাঁরা। তাপমাত্রার পারদ তো কম ছিলই, তারই সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় রাস্তা পরিষ্কার করতে বেশ বেগ পেতে হয় তাঁদের।
বুধবার তুষারপাতের ওই নয়নাভিরাম দৃশ্য দেখতে গিয়েই পায়ে চোট পান এক পর্যটক। চটকপুরে বরফে হাঁটতে গিয়ে পা ভেঙে যায় তাঁর। এদিকে বরফের সাদা চাদরে মুড়ে বন্ধ হয়ে যায় চটকপুরের রাস্তা। বেশ বেগ পেয়ে ওই পর্যটককে উদ্ধার করে দার্জিলিং পুলিস।
জখম পর্যটককে উদ্ধার করে পুলিস
আরও পড়ুন: Covid 19: তৃতীয় ঢেউয়ের শঙ্কা? বাংলায় একদিনে কোভিডের সংক্রমণ হাজার ছাড়ালো
গত কয়েকদিন ধরেই দার্জিলিং পাহাড়ের চলছে প্রবল শৈত্যপ্রবাহ। ২৫ ডিসেম্বর দার্জিলিংয়ের সান্দাকফু, চটকপুর সহ বিভিন্ন জায়গায় অল্পবিস্তর তুষারপাত হয়েছিল। বুধবার টাইগার হিল সহ জলাপাহাড়, ঘুমের বাতাসিয়া লুপেও তুষারপাত হয়। তুষারপাতের সঙ্গে এদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে। কনকনে শীতে কাঁপছে পাহাড়। আগামী কয়েকদিন কেমন থাকবে দার্জিলিংয়ের আবহাওয়া? আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও কয়েকদিন দফায় দফায় বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে। বৃহস্পতিবারও মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।