কলকাতা: জুলাইয়ের পর রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার পেরলো৷ বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে (West Bengal Corona Cases) করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯ জন৷ কলকাতা (Kolkata Corona) এবং সংলগ্ন জেলাগুলিতে সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী৷ কেবলমাত্র মহানগরেই একদিনের ব্যবধানে ৪০ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে৷ ওমিক্রন (Omicron Scare) পরিস্থিতির মধ্যে এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক বলে মনে করছে চিকিৎসক মহল৷ চিন্তিত নবান্নও৷ এদিন দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) স্কুল বন্ধের ইঙ্গিত দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, রাজ্যে কোভিড বাড়লে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হবে৷ কমতে পারে লোকাল ট্রেন৷
করোনা সংক্রমণ লাগামছাড়া হচ্ছে বাংলায়৷ গোদের উপর বিষফোঁড়া ওমিক্রন৷ ৬ থেকে একলাফে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৷ তখনও রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা ঘোষণা বাকি ছিল৷ সেই তথ্য সামনে আসতেই চোখ কপালে উঠেছে স্বাস্থ্য ভবনের৷ মঙ্গলবার পর্যন্ত রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যাটা যেখানে ছিল ৭৫২, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে একলাফে তা পৌঁছে যায় হাজারের উপরে৷ আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা৷ শেষ একদিনে মহানগরেই আক্রান্ত হয়েছেন ৫৪০ জন৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৩৮২৷ এরপরই আছে উত্তর ২৪ পরগনা৷ সেখানে আক্রান্তের সংখ্যা ১২৪৷ বেড়েছে করোনায় মৃত্যু৷ মঙ্গলবার রাজ্যে করোনার বলি হয়েছিলেন ৭ জন৷ সেটা বেড়ে হয়েছে ১২৷
ইতিমধ্যে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়৷ আজ গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, কোভিডের থার্ড ওয়েভ এসে গিয়েছে৷ ওমিক্রন বাড়ছে৷ এমন পরিস্থিতিতে স্কুল-কলেজ খোলা রাখা নিরাপদ হবে কিনা তা ভেবে দেখতে হবে৷ সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় লোকাল ট্রেনের সংখ্যা কমিয়ে দিতে পারে রাজ্য৷ সেই সঙ্গে অফিসগুলিতে আগের মতো ৫০ শতাংশ কর্মী দিয়ে কাজ চালানোর কথা চিন্তাভাবনা করতে বলেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: Booster Dose: ১০ জানুয়ারি থেকে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেবে কলকাতা পুরসভা