হাওড়া: কাজ সেরে স্কুটিতে ফেরার পথে বাড়ির কাছেই কিছু উচ্ছৃঙ্খল যুবকের পাল্লায় পড়েন মা। সেই ঘটনার প্রতিবাদ করায় মেয়েকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে কয়েকজন। মা-মেয়ে দুজনেই চিৎকার চেঁচামেচি শুরু করলে তাঁদেরকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল হাওড়ার দাশনগরে।
জানা গিয়েছে, দাশনগরের নিউ মোল্লাপাড়ায় দুই মেয়েকে নিয়ে থাকেন ওই মহিলা। মঙ্গলবার রাত ৮টা নাগাদ বাড়ি ফেরার সময় বিপত্তি ঘটে। পাড়ার একদল যুবকের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ঘটনার সূত্রপাত। প্রাথমিক পর্যায়ে স্থানীয়দের সাহায্যে ঝামেলা মিটে গেলেও মেয়েকে শ্লীলতাহানির খবর পেয়ে মাথা ঠিক রাখতে পারেননি ওই মা।
চিৎকার চেঁচামেচি করলে বাড়ির সামনেই তাঁকে বেধড়ক মারধর শুরু করে একদল যুবক। সেই ঘটনায় আহত হয় দুই মেয়েও। আর্ত চিৎকার করতে করতে তাঁরা পালিয়ে স্থানীয় একটি কারখানায় আশ্রয় নেন। তাতেও রেহাই পাননি তাঁরা। ২০-২৫ জনের একটি দল সেখানেও চড়াও হয়। মা-মেয়েকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে জখম হয়েছেন কারখানার মালিকও।
আরও পড়ুন: Digha: কাঁকড়া খেয়ে ৪ পর্যটকের মৃত্যু, খাবারের মান যাচাইয়ে দিঘার হোটেলে হানা খাদ্য দফতরের
তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় কলকাতার একটি সরকারি হাসপাতালে। বুধবার সকালে দাশনগর থানায় এফআইআর দায়ের করা হয়। ইতিমধ্যেই একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
সিসিটিভি ফুটেজ
হাওড়ার দাশনগরের এই ঘটনায় রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে আরও একবার বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিল।