কলকাতা টিভি ওয়েব ডেস্ক:দার্জিলিংয়ে তুষারপাতে (Northbengal Rain) যখন কাঁপছেন পর্যটকরা। তখন আলিপুরদুয়ারে (Snow in the mountains) শুরু ঝিরঝিরে বৃষ্টি (Weather Updates)। তাপমাত্রা এক লাফে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে। জলপাইগুড়িতে আকাশের মুখ ভার। মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ সারাদিন এমনই আবহাওয়া বজায় থাকবে।
বছর শেষ হতে আর দু’দিন বাকি। তবুও সেই ভাবে জাকিয়ে শীত পড়েনি জলপাইগুড়িতে। তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যেই ওঠানামা করছিল । তবে বুধবার সকালে দু এক পশলা বৃষ্টিতে ভিজে গেল শহরের পথঘাট। হালকা বৃষ্টির ফলে অন্যান্য দিনের তুলনায় বুধবার সকাল থেকেই ফাঁকা ছিল শহরের রাস্তা।
জলপাইগুড়িতে আকাশের মুখ ভার
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বৃষ্টি শুরু হয় বুধবার। উত্তরবঙ্গের সব জেলাতেই বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল বৃহস্পতিবারেও মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।
এক পশলা বৃষ্টিতে ভিজে শহরের পথঘাট
কলকাতা আবহাওয়া দফতরের কর্তারা জানান, নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে জানুয়ারির শুরুতেই। ঘূর্ণাবর্ত রয়েছে বিহার এলাকায়৷ পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পূর্ব ভারতেও। বৃষ্টির সম্ভাবনার সঙ্গে উত্তরবঙ্গে বিশেষ করে পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে৷ যে কারণে দার্জিলিঙয়ের টাইগার হিল ছাড়াও জলাপাহাড়, বাতাসিয়া লুপে বুধবার সকাল থেকেই তুষারপাত হয়েছে।