ধূপগুড়ি: হাসপাতাল (Dhupguri Hospital) চত্বরে উচ্চস্বরে বক্স বাজিয়ে পিকনিক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের। অতিষ্ঠ রোগী ও তার আত্মীয়রা। বিতর্কে ধূপগুড়ি হাসপাতাল।
বড়দিন উপলক্ষে শনিবার হাসপাতাল চত্বরে একটি পিকনিকের আয়োজন করা হয় চিকিৎসকদের তরফে। সেখানেই সন্ধে সাতটা থেকে শুরু হয় মাইক বাজানো। রোগীর পরিবারের অভিযোগ, বারবার ব্লক স্বাস্থ্য আধিকারিককে মাইক বন্ধ করার জন্য বলা হলেও তিনি বন্ধ করেননি। যা নিয়ে তৈরি হয় বিতর্ক। উচ্চস্বরে মাইক বাজাতে থাকে হাসপাতালের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীরা।
হাসপাতালে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব যাদের, উপরে তাঁরা এই ধরনের কাজ করায় রীতিমতো প্রশ্ন উঠছে। যেখানে বারবার বিভিন্ন জায়গায় বোর্ড লাগিয়ে নিস্তব্ধতা বজায় রাখার কথা বলা হয় হাসপাতালগুলোতে। সেখানে কী করে এই ধরনের ঘটনা ঘটল এ নিয়েও অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন Kultali Tiger: ‘বাঘবন্দি’ খেলায় ব্যর্থ বন দফতর, গর্জন শুনে পালাতে গিয়ে জখম
এ বিষয়ে ধুপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুরজিৎ ঘোষ জোরে মাইক বাজানোর অভিযোগ অস্বীকার করেছেন। জানিয়েছেন, হাসপাতাল থেকে কর্মীদের আবাস্থল অনেকটাই দূরে। পিকনিকে উচ্চস্বরে কোনও মাইক বাজানো হয়নি। যদি কারোর কোনও অভিযোগ থাকে তবে হাসপাতালে এসে অভিযোগ জানাতে পারেন।
আরও পড়ুন PM Modi: ওমিক্রনের সঙ্গে যুঝতে কতটা প্রস্তুত দেশ, খতিয়ান দিলেন মোদি