Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
INDvsSA: কয়েক বছরেই দলটির অনেক কিছুই বদলে দিয়েছে কোহলি : কোচ রাহুল
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ০৬:৩১:১৭ পিএম
  • / ৩১৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

এই বছরের শেষ টেস্ট ম্যাচটি খেলতে নামছে বিরাট ব্রিগেড। ভিন দেশের মাটিতে প্রতিপক্ষ এবার দক্ষিণ আফ্রিকা (Soth Africa)। রবিবার ভারতীয় সময় বেলা দেড়টায় শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম টেস্ট। টেস্ট জয় দিয়েই বছরটি শেষ করতে মরিয়া টিম ইন্ডিবা। প্রথমবার টেস্ট জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্যে নামতে চলেছে ভারত (India)। আর সিরিজ শুরুর আগেই দলনায়ক বিরাট কোহলির (Virat Kohli) ভূয়সী প্রশংসা করলেন কোচ রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। তাঁর মতে, পুরো দলে ফিটনেস এবং মন খোলা আনন্দের যে বিপ্লব ঘটে গেছে-তা এনেছেন কোহলি। তা নাকি-অসামান্য।

বিসিসিআইয়ের ওয়েবসাইটকে (bcci.tv) দেওয়া এক সাক্ষাৎকারে দ্রাবিড় বলেছেন, ‘কোহলির যখন টেস্ট অভিষেক হয় তখন আমি দলে ছিলাম। তার প্রথম টেস্ট ম্যাচের সময়ও আমি ছিলাম এবং তার সঙ্গে সেই ম্যাচে ব্যাটও করেছি।’ উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজে ২০১১ সালে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে কোহলি ৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে ১৫ করেন। এই দু’বারই উইকেটের উল্টো দিকে নন-স্ট্রাইকিং এন্ড ছিলেন দ্রাবিড়। দ্বিতীয় ইনিংসে দ্রাবিড়ের সঙ্গে জুটিতে কোহলিরা ৪৩ রান তুলেছিলেন। দ্রাবিড় আরও বলেছেন, ‘গত ১০ বছরে ক্রিকেটার হিসেবে যে অভাবনীয় উন্নতি করেছে কোহলি। সেটা যারা দেখেননি তাদের বিশ্বাস করা মুস্কিল।কোহলির পরিসংখ্যানই তা প্রমাণ করে দিচ্ছে। যেভাবে দলকে নেতৃত্ব দিয়ে চলেছে সেটাও অসাধারণ। দলের মধ্যে ফিটনেস এবং শক্তির কালচার নিয়ে এসেছে সে। তার সঙ্গে কাজ করার জন্য আমিও মুখিয়ে আছি। তা সে প্রতিদিন উন্নতি করে চলেছে।’

দ্রাবড়ি নিজে একাধিকবার দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটার হয়ে খেলে গেছেন। আর এবার গেছেন জাতীয় দলের কোচ হিসেবে। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘এখানে ক্রিকেট খেলাটা মোটেই সহজ নয়।আবার ক্রিজে টিকে থাকতে পারলে- একই সঙ্গে উত্তেজনাপূর্ণ। পরে অধিনায়ক হয়ে এসেছিলাম এখানে। আবার টেস্টও জিতেছি। ২০০৩ বিশ্বকাপের ফাইনালেও উঠেছিলাম এই দেশের মাটিতেই। অসাধারণ স্মৃতি ভীড় করে আছে এ দেশে। এই দেশের খেলাপ্রিয় মানুষদের ক্রিকেটের প্রতি আবেগ অনেকটাই। এখানকার প্রচুর লোক ক্রিকেট দলকে সমর্থন করে। তাই সিরিজের দিকে তাকিয়ে আছি। ভালোভাবে ছেলেরা লড়াই করুক, এটাই আমি চাই।’

বক্সিং ডে-তে (২৬ ডিসেম্বর)অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্ট শুরু হয়েছে।একই দিনে সেঞ্চুরিয়নে (Centurion) ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (#IndiavsSouthAfrica) টেস্ট (Boxing Day Test) সিরিজের প্রথম টেস্ট। জয় দিয়ে সিরিজ শুরু করতে মরিয়া দুই পক্ষের দুই নেতা- বিরাট কোহলি (Virat Kohli)ও ডিন এলগার (Dean Elgar)।
এবার সিরিজ জয়ের সূবর্ণ সুযোগ রয়েছে বিরাট কোহলির (Virat Kohli) দলের সামনে। ব্যাটিং ব্রিগেডের পাশাপাশি বোলিংয়ে শক্তি বৃদ্ধি বাড়তি ভরসা জোগাচ্ছে রাহুল দ্রাবিড়ের দলকে। উল্টো শিবিরে, সিরিজ শুরুর আগেই চোটের কারণে পেসার এনরিখ নকিয়ার ছিটকে যাওয়া দলের পক্ষে ধাক্কা। তবুও, ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অপরাজিত তকমা ধরে রাখতে মরিয়া ডিন এলগার (Dean Elgar) – কাগিসো রাবাডারা।

লক্ষ্য জয়:

সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট ভারতীয় ব্যাটিংয়ের সঙ্গে লড়াই দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের। সেঞ্চুরিয়নের পেস-সুইং-বাউন্সি উইকেটে যে বিরাট-রাহুল-পুজারা-ময়াঙ্কদের সামনে কঠিন এক চ্যালেঞ্জ। রাবাডা-এনগিডিদের সামাল দিতে তাই ম্যাচের এক সপ্তাহ আগে থেকেই সেঞ্চুরিয়নে অনুশীলন শুরু করে চলেছে ভারতীয় দল। ভারতীয় দলের প্রথম একাদশ নিয়েও রয়েছে জল্পনা তুঙ্গে। তবে ৫ বোলার নিয়েই প্রথম টেস্টটিতে নামা একপ্রকার নিশ্চিত ভারতীয় দলের । আর ব্যাটিং লাইনআপে ৫ নম্বরে শ্রেয়স আইয়র, অজিঙ্কে রাহানে ও হনুমা বিহারীর মধ্যে কাকে খেলানো হবে সেই সিদ্ধান্ত খুব কঠিন হতে চলেছে টিম ম্যানেজমেন্টের কাছে। অভিজ্ঞতা নাকি হালের ফর্ম – সেটা বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত। এসব নিয়ে মাথা না ঘামিয়ে কোচ দ্রাবিড়ের তত্বাবধানে অনুশীলনে নিজেদের সেরাটা উজার করে দিয়েছে ভারতীয় দল।

প্রোটিয়ারা প্রস্তুত:

নিজেদের দেশে এবার টেস্টে বিশ্বের পয়লা টিম ভারতের মোকাবিলা করতে নামছে প্রোটিয়ারা।হালে টিম ইন্ডিয়ার বিদেশের মাটিতে দাপুটে খেলাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা শিবির। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে সাফল্য চাপে রেখেছে দক্ষিণ আফ্রিকা শিবিরকে। তাই নিজেদের প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি তারা। এনরিখের মত ম্যাচ উইনার পেসার দল থেকে ছিটকে গেলেও রাবাডা- এনগিডি জুটি আছে। অলিভিয়েরের ম্যাচ কন্ডিশনে ফিরে আসা আত্মবিশ্বাস বাড়িয়েছে ডিন এলগারের দলের। সেঞ্চুরিয়নের উইকেটেকর হাতিয়ার করে ভারতকে চাপে ফেলতে ও প্রথম টেস্ট জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা দল।

অ্যাডভান্টেজ ভারত:

সিরিজের আগে দুই দলের শক্তির বিচার করলে ডিন এলগারের দক্ষিণ আফ্রিকার থেকে কিন্তু আনেকেই বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে একটু এগিয়ে রাখছে। বুমরা, সামি, ইশান্ত, উমেশ, সিরাজ, শার্দুলরা সকলেই এখন আত্মবিশ্বাসী।যে কোনও পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই প্রোটিয়া পেসাররা ভারতীয় ব্যাটিং নিয়ে প্ল্যান এ-বি নিয়ে নামলেও, ভারতীয় পেস আক্রমণকে সামাল দেওয়ার ছক কষে রাখতে হচ্ছে। তবে সেঞ্চুরিয়নের হোম অ্যাডভান্টেজ ও পরিসংখ্যান একটু হলেও অ্যাডভান্টেজে রেখেছে দক্ষিণ আফ্রিকা দলকে। এটা নিশ্চিৎ, প্রথম টেস্টের প্রথম দুটি দিন গড়ালেই বোঝা যাবে সিরিজের লাগাম কার হাতে।

ছবি: সৌ টুইটার

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

পুজোয় যত খুশি যাতায়াত করুন! বিশেষ কার্ড দেবে কলকাতা মেট্রো
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
যাদবপুরে স্থায়ী উপাচার্য নিয়োগের আশ্বাস রাজ্যপাল
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
মহানগরের মহাপুজো, ৬৬ পল্লী
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
পুজোতে ভিড়ে খুঁজে পাচ্ছেন না কাছের মানুষকে? মুশকিল আসান করবে লালবাজার
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় মোদির অবদান গত ১১ বছরে
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভগবান বিষ্ণু সম্পর্কে বিতর্কিত মন্তব্য প্রধান বিচারপতির!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভাদুকে আপন করে নিয়েছেন পুরুলিয়ার মেয়ে, বউরা
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
কংগ্রেস নেতার নির্বাচন বাতিল করল কর্ণাটক হাইকোর্ট!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
চালের স্বাদ-সুবাস দুইই ফিকে হচ্ছে? সঠিক পদ্ধতি মেনে ধুচ্ছেন তো?
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
বয়কটের হুমকির পর ফের মাঠের দিকে রওনা দিল পাক ক্রিকেটাররা!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
চিকিৎসায় গাফিলতির অভিযোগ! রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চাঁচলের নার্সিংহোমে
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
আইসিসির সেরা হলেন বরুণ, স্মৃতি, শীর্ষে অভিষেক, হার্দিকও
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
আজব অভিযোগ এনে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুমকি খালিস্তানিদের!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
হাইকোর্টের চাপ, মুখ্যসচিবের রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি, কী জানাল হাইকোর্ট?
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভারতীয় সেনার হাতে আসছে নতুন অ্যাটাক হেলিকপ্টার!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team