তাঁদের সম্পর্কের ব্যাপারে আর কোনো রাখঢাক নেই। মাস কয়েক আগে সম্পর্কের স্বীকৃতি দিয়েছিলেন প্রাক্তন আন্তর্জাতিক ভারতীয় টেনিস খেলোয়াড়। উৎসবের মরসুমে সেই প্রেম যেন আরো গভীর স্বীকৃতি পেল। প্রেমিকা অভিনেত্রী কিম শর্মার গালে ক্রিসমাস চুম্বন দিলেন লিয়েন্ডার পেজ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেছেন ক্রিম নিজেই। প্রেমের আদরে ভেসে গিয়ে কিম লিখে বুঝিয়েছেন যে তাদের ভালবাসা এবং প্রেমের জন্য কোন ‘পরগাছা’র প্রয়োজন নেই। একে অন্যেরপাশে থাকাটাই যথেষ্ট। কয়েক মাস আগে গোয়ায় লিগ্রণ্ড ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।তারপর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় পোষ্য কুকুরকে নিয়ে রাস্তায় বেরিয়ে ছিলেন অভিনেত্রী।
সঙ্গী হিসেবে ছিলেন প্রেমিক লিয়েন্ডার। সেই ছবিও ভাইরাল হয়েছিল। তারপর কিম শর্মা ও তাঁর মায়ের সঙ্গে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ঢুকছিলেন লিয়েন্ডার। তখনও তাদের সম্পর্ক গুঞ্জনের পর্বেই ছিল। অবশেষে গত সেপ্টেম্বর মাসে তাদের প্রেমের সমস্ত গুঞ্জন চুপ করিয়ে দিয়ে তাঁরা স্বীকার করে নিয়েছিলেন তাঁদের সম্পর্কের কথা। সেই প্রেমেরই নতুন ঝলক দেখালেন লি-কিম বড়দিনে। উৎসবের দিনে তাদের প্রেম আরো গাঢ় হলো চুম্বনের মধ্যে দিয়ে।