বলিউড সেলিব্রেটিদের দেখে অনুপ্রেরণা নিতেই পারেন। তবে ওরকম সেজে ওঠা তো আর চাড্ডিখানি কথা নয়। তাই ক্রিসমাসে, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট কিংবা ঐশ্বর্য রায়ের রেড সিকুইন ড্রেস বা ডিজাইনার গাউন কিংবা শর্ট ড্রেসে তারকাদের ক্রিসমাস লুক দেখে সাজতে গেলে হয় ভাল রকমের পকেট পুড়বে, আর না হলে দীর্ঘশ্বাস ফেলতে হবে। তাই ক্রিসমাসের সাজসজ্জায় স্টাইল, কমফর্ট ও বাজেট, তিনটের মধ্যেই যেন সুন্দর সমন্বয় থাকে সেদিকে নজর দিন। এখন আবার আপসাইক্লিং(পুরনো জামাকাপড় সামান্য ফের বদল করে নতুন করে পরা) ফ্যাশনের ট্রেন্ড। নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করুন আপনার ওয়াড্রবে থাকা লাল, কালো, সাদা কিংবা প্লেড ডিজাইনের পোশাক দিয়ে। রইল কিছু সহজ টিপস-
লাল সোয়েটারের সঙ্গে লেপার্ড প্রিন্ট স্কার্ট
(ছবি সৌজন্য: Pinterest)
ক্রিসমাস কিংবা নিউ ইয়ার পার্টিতে এই কম্বিনেশন সব সময় নজরকাড়া। সঙ্গে পাম্প হিলস বা স্টিলেটো আর চওড়া ব্ল্যাক বেল্ট। আজকাল সাজগোজ নিয়ে সচেতন সকলেই। তাই অধিকাংশের কাছেই এই কম্বিনেশন বাস্তাবায়িত করা বেশ সহজ।
লাল সোয়েটার, শর্ট স্কার্ট সঙ্গে থাই হাই বুটস
(ছবি সৌজন্য: Pinterest)
উত্তুরে হাওয়া বন্ধ হওয়ায় তাপমাত্রার পারদ চড়েছে। তাই ক্রিসমাস পার্টির মধ্যমণি হয়ে উঠতে কালো স্কার্টের সঙ্গে পড়ুন থাই হাই বুটস। আর নিজেকে উষ্ণতার আবরণে মুড়ে রাখুন পোলো নেকের লাল রঙের সোয়েটারে। তবে হাইনেকও মন্দ লাগবে না। আর সঙ্গে যদি একটা লাল রঙের স্লিঙ্গ ব্যাগ থাকে তা হলে তো সোনায় সোহাগা!
এ -লাইন সোয়েটার ড্রেস ও থাই হাই বুটস
(ছবি সৌজন্য: Pinterest)
স্কার্ট পরতে ভাল লাগে না? চিন্তা নেই এ লাইন সোয়েটার ড্রেস আর সঙ্গে থাই হাই বুটস। ব্যাস, আপনার ক্রিসমাস লুক রেডি। যেমন আরামদায়ক তেমন স্মার্ট। সঙ্গে রাখতে পারেন পছন্দের রেড বা ব্ল্যাক স্লিঙ্গ ব্যাগ। এই ক্রিসমাস গেটআপে এক অন্য মাত্রা যোগ করতে বাছতে পারেন সিলভার স্লিঙ্গ ব্যাগ।
ফো ফার বা ফেক ফার জ্যাকেট
(ছবি সৌজন্য: Pinterest)
ক্রিসমাসের ড্রেস আর ফ ফার জ্যাকেট বা কোট থাকবে না তাই হয় নাকি। তাই আপনার লাল রঙের ফার জ্যাকেট বা কোটের সঙ্গে টিম আপ করুন সাদা রঙের জাম্পশুট দিয়ে। কিংবা পরতে পারেন সাদা টপ ও ট্রাউজার।
এর বাইরেও লাল, কালো, সাদা ও সবুজ রঙের পোশাক দিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতে পারেন।
(ছবি সৌজন্য: Unsplash)