বালুরঘাট: ফের বড় সাফল্য বালুরঘাট থানার পুলিসের (balurghat old woman murder)। একটি খুনের ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার করে কিনারা করল বালুরঘাট থানা পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, এক মাস আগে বালুরঘাট থানার পণ্ডিতপুর এলাকার এক বৃদ্ধা খুন হন।ঘটনার তদন্তে নেমে পুলিস জানাতে পারে, ওই বৃদ্ধার নাবালিকা নাতনি প্রেমে বাধা পাওয়ায় তার প্রেমিক জয়ন্ত বর্মন ও প্রেমিকের বন্ধু মানিক বর্মনকে সঙ্গে নিয়ে ওই বৃদ্ধাকে খুন করে। বৃহস্পতিবার রাতে ওই বৃদ্ধার নাতনিসহ অপর দুজনকে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিস। এদিন বালুরঘাট জেলা আদালতে পেশ করে আরও জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক ও তার বন্ধুকে পুলিস হেফাজতে নেয়। ওই নাবালিকাকে আদালতের নির্দেশে জুভেইনাল জাস্টিস বোর্ডের সামনে তোলা হচ্ছে (balurghat murder)।
জেলা পুলিসের ডিএসপি (হেড কোয়াটার্স) সোমনাথ ঝা এব্যাপারে জানান, বালুরঘাট থানায় প্রথমে কোনও অভিযোগ জমা না পড়ায় পুলিস কিছু করতে পারেনি। বালুরঘাট থানাকে প্রথম খবরটি দেয় মালদহ থানা। তারপর পুলিস তদন্তে নেমে জানতে পারে, গত মাসের ২৬ তারিখে বালুরঘাট থানার পণ্ডিতপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। একমাসের কাছাকাছি তদন্ত চালিয়ে পুলিস জানতে পারে, ওই নাবালিকা তার প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ান তার দিদিমা। সে সময় ওই নাবালিকার প্রেমিক ও তার সঙ্গে আসা আরেক বন্ধুকে দিদিমা আটকানোর নানারকম চেষ্টা চালান। শেষমেশ ওই বৃদ্ধার পেটে চাকু দিয়ে আঘাত করে সেখানে ফেলে রেখে পালায় তারা।
আরও পড়ুন: কালিয়াগঞ্জে অনুষ্ঠানবাড়ির চা খেয়ে অসুস্থ অতিথিরা, মৃত্যু দুই পোষ্যের
ঘটনা বেগতিক দেখে নাবালিকা মেয়েটি তাদের সঙ্গে না-গিয়ে প্রেমিক ও তার বন্ধুকে বাঁচানোর জন্য অন্ধকারে দুই ঘন্টা আহত বৃদ্ধাকে ফেলে রাখে। বাড়িতে মিথ্যে বলে বৃদ্ধাকে গুরুতর আহত অবস্থায় বালুরঘাট হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপরেই মালদহ পুলিস বিষয়টি জেনে বালুরঘাট থানাকে জানালে পুলিস তদন্তে নামে।