কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ক্রিকেট (Cricket) থেকে বিদায় নিলেন হরভজন সিং (Harbhajan Singh Retirement)। এ বার তাঁর ‘দুসরা’ অধ্যায়ের শুরু। মাইক্রো ব্লগিং সোশাল মিডিয়া টুইটারে হরভজন নিজেই তাঁর অবসরের কথা জানিয়েছেন। অফ-স্পিন, গুগলি, দুসরার (Doosra) জাদুকর (Harbhajan Singh) বাইশ গজের পিচে আর কোনও দিন বল ঘোরাবেন না।
হরভজন লিখেছেন, ‘যে কোনও ভাল জিনিসেরই একটা শেষ আছে। আর আজ হচ্ছে সেই দিন। ক্রিকেট যে খেলা আমার জীবনে সব কিছু উজাড় করে দিয়েছে, তাকে বিদায়।’ টুইটে হরভজন টারবানেটর প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন। দীর্ঘ তেইশ বছরের ক্রিকেট জীবনে যে সব চরিত্র, নাম তাঁর পাশে থেকেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ দিয়েছেন হরভজন। হৃদয় নিঙড়ে নমস্কার জানিয়েছেন।
অবসরের কথা জানিয়ে ভিডিয়ো পোস্ট করেছেন হরভজন সিং
একটি ভিডিয়ো পোস্ট করেছেন হরভজন সিং। শেয়ার করেছেন জলন্ধরের এক অখ্যাত গলি থেকে কী ভাবে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে দেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। এ এক অনবদ্য সফর। হরভজন বলেছেন, যখনই দেশের হয়ে জার্সি পরেছেন, তাঁর ভিতরে এক অদ্ভুত জোশ কাজ করেছে। দলের হয়ে, দেশের হয়ে কিছু একটা করার তাগিদে ছটফট করেছেন। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন দাদা সৌরভের একেবারে অনুচর ছিলেন হরভজন। রামের অনুচর যেমন লক্ষ্মণ। ঠিক তেমন। হরভজন তাঁর ভিডিয়ো বার্তায় বলেছেন, জীবনে একটা সময় আসে যখন কঠিন সিদ্ধান্ত নিতে হয়।
আরও পড়ুন: এনসিএ-তে কাজ শুরু লক্ষ্মণের, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত মজবুত করাই লক্ষ্য
কয়েক বছর ধরেই অবসরের কথা ভাবছিলেন হরভজন সিং। শেষ পর্যন্ত ডিসেম্বরের সবচেয়ে বড় রাতের দিনে ক্রিকেটের সব ফরম্যাট থেকে সরে দাঁড়ালেন দুসরার জনক। শনিবার বড়দিন। হরভজনের ‘দুসরা’ অধ্যায়ের শুরু।’
২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন হরভজন
All good things come to an end and today as I bid adieu to the game that has given me everything in life, I would like to thank everyone who made this 23-year-long journey beautiful and memorable.
My heartfelt thank you 🙏 Grateful .https://t.co/iD6WHU46MU— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 24, 2021