কলকাতা : প্রথমে রাজ্য বিধানসভা । তার পর উপ-নির্বাচন । শেষে পুরভোট । বার বারই মুখ থুবরে পড়েছে গেরুয়া ব্রিগেড । প্রতিবারই বিজেপির সংগঠনের দিকে আঙুল উঠেছে । এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ । স্বীকার করে নিলেন কলকাতায় দলের সাংগঠনিক দুর্বলতার কথা । পাশাপাশি, তাঁর স্পষ্ট মন্তব্য, কলকাতা পুরভোটে যাই ঘটুক না কেন, জেলায় পুরভোটগুলি তৃণমূলের কাছে এত সহজ হবে না । বিজেপি কর্মীরা সহজে তৃণমূলকে জমি ছেড়ে দেবে না বলেও দাবি করেন তিনি ।
কলকাতায় বিজেপির সংগঠন দুর্বল, তা স্বীকার করে দিলীপের উবাচ, জেলায় আমাদের কর্মী-সমর্থকরা লড়াই না করে এক বিন্দু জমিও ছেড়ে দেবেন না । প্রাক্তন রাজ্য সভাপতি এর পরই মেনে নেন কলকাতায় বিজেপির সংগঠন দুর্বল ছিল । তাঁর কথায়, “কলকাতার ভোট থেকে আমরা বেশি কিছু আশা করিনি । দুর্বলতার বিষয়টা জানতাম । তবে, অন্যান্য পুরভোটে এমনটা হবে না।”
প্রাক্তন রাজ্য সভাপতির কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে দলের যুব মোর্চার প্রাক্তন সভাপতি সৌমিত্র খানের গলাতেও । দিল্লি থেকে ফেরার পথে তিনিও দাবি করেন, জেলায় তৃণমূলকে শক্ত চ্যালেঞ্জের সামনে ফেলবেন তাঁরা । কলকাতায় রিগিং করে তৃণমূল পুরভোট জিতেছে বলেও অভিযোগ করেন তিনি ।
আরও পড়ুন: Tathagata Roy: ভিকট্রি নয়, তিন নম্বরে দল, টুইট করে দিলীপদের খোঁচা বিজেপির তথাগত’র