আজ থেকে রাজ্যে চালু হলো ডিজি লকার। গাড়ি সংক্রান্ত সব তথ্য রাখা যাবে এই মোবাইল অ্যাপটিতে। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট থেকে শুরু করে যাবতীয় তথ্য৷ সূত্রের দাবি, এই অ্যাপের মধ্যেই সমস্ত তথ্য আপলোড করে রাখা যাবে। এর ফলে সুবিধা কী? এখন থেকে গাড়ির আর কোনও হার্ডকপি রাখতে হবে না। এমনকি কোনও কেস হলেও ই-চালানের মাধ্যমেই আপনার কাছে এই ডিজি লকার এ চলে আসবে সব তথ্য।
সূত্রের দাবি, যে কোনও সময়, যে কোনও স্থানে গ্রাহকরা নিজেদের ডিজিটাল নথিগুলি অ্যাক্সেস করতে পারবেন। অনলাইনের অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন। গ্রাহকেরা ব্যক্তিগত সমস্ত মূল্যবান জিনিস ডিজি লকারে রাখতে পারবেন। এই ডিজি লকার ক্লাউডে প্রত্যেক গ্রাহক এক জিবি স্টোরেজ স্পেস ফ্রি থাকছে। তবে, এই ডিজি লকার ব্যবহার করার জন্য আধার নম্বর বাধ্যতামূলক।
ডিজি লকারে সমস্ত নথি এবং শংসাপত্র ক্লাউডে আপলোড করে রাখার ফলে ফোটো কপি করার ঝামেলা থাকবে না।