কলকাতা টিভি ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের বিধানসভা এলাকা(Jammu-Kashmir delimitation) পুনর্বিন্যাসের পদক্ষেপ করেছে কেন্দ্রের মোদি সরকার(Modi government )। পুনর্বিন্যাস কমিশনের প্রধান নরেন্দ্র মোদির এই প্রস্তাবে শুরু হয়েছে বিতর্ক। জম্মু-কাশ্মীরের বিধানসভা ভিত্তিক এলাকাকে পুনর্বিন্যাস করে ছ’টি অতিরিক্ত আসনে জম্মুকে ভাঙতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। মাত্র একটি অতিরিক্ত আসন কাশ্মীরে জুড়তে পদক্ষেপ করা হয়েছে। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এলাকা পুনর্বিন্যাসের এই উদ্যোগের পিছনে কী উদ্দেশ্য রয়েছে কেন্দ্রের মোদি সরকারের? রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এর শুরুটা হয়েছে অনেক আগেই। ২০১৯ সালের, অগাস্ট পাঁচ। প্রায় আড়াই বছর আগে যখন বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার জম্মু-কাশ্মীরে ক্ষমতায় আসে। তখন থেকেই সম্ভবত জম্মু-কাশ্মীরের রাজনৈতিক এবং সামাজিক মানচিত্রে কাশ্মীরের সাধারণ মানুষের যে আওয়াজ, তা ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে যায়। অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা কাশ্মীর থেকে জম্মুর দিকে সরানোর কাজ শুরু হয়ে যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্ন তোলেন, যেখানে কাশ্মীরের জনসংখ্যা জম্মুর থেকে পনেরো লক্ষ বেশি সেখানে এই পদক্ষেপ কী ভাবে সম্ভব?
জম্মু-কাশ্মীর বিধানসভা
জম্মু-কাশ্মীর বিধানসভা এলাকার পুনর্বিন্যাসের আজেন্ডা আজকের নয়। বিজেপি এই দাবি ১৯৯৫ সাল থেকে করে আসছে । প্রস্তাবিত এই পুনর্বিন্যাসে বিধানসভা ভিত্তিক মানচিত্রের কী কী বদল ঘটবে? ২০ ডিসেম্বর নয়া দিল্লিতে বৈঠকে বসে পুনর্বিন্যাস কমিশন জম্মু-কাশ্মীরের রাজনৈতিক মানচিত্রে নতুন রেখা টানতে। কমিশন জম্মুতে নতুন ছ’টি বিধানসভা কেন্দ্র এবং কাশ্মীরের জন্য মাত্র একটু বিধানসভা কেন্দ্রের প্রস্তাব দেয়। দ্য ওয়্যারকে এই তথ্য জানিয়েছেন, অনন্তনাগে ন্যাশনাল কনফারেন্সের সাংসদ অবসরপ্রাপ্ত বিচারপতি হাসনাই মাসুদি। হাসনাই অবশ্য কমিশনের এই প্রস্তাবকে অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য়, এলাকা পুনর্বিন্য়াস কমিশনের এই প্রস্তাব মানা সম্ভব না। কাশ্মীরের আরও অনেক বেশি আসন প্রাপ্য়। কেননা জনগণনার হিসেবে জম্মুর থেকে অনেকটাই এগিয়ে কাশ্মীর।
কমিশনের এই প্রস্তাব মত কাজ হলে, জম্মু বিধানসভার আসন ৩৭ থেকে বেড়ে ৪৩ হয়ে যাবে। কাশ্মীর বিধানসভার আসন ৪৬ থেকে এক আসন বেড়ে হবে ৪৭। দ্য ওয়্যার জানাচ্ছে, এলাকা পুনর্বিন্যাস প্রস্তাবে জম্মুর কাঠুয়া, সামবা, উধমপুর, ডোডা, কিশত্ওয়ার এবং রাজৌরি জেলার প্রত্যেকটিতে একটি করে আসন যুক্ত করার কথা ভাবছে কেন্দ্র। একটি অতিরিক্ত আসন যুক্ত করতে চাইছে কাশ্মীরে কুপওয়ারায়।
আরও পড়ুন: Goa: গোয়ায় মাত্র এক শতাংশ ! কেজরির মন্তব্যের সপাট জবাব
কাঠুয়া, সাম্বা এবং উধমপুর জম্মুর এই তিন জেলায় জনসংখ্যার বিচারে হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ। এর মধ্যে কাঠুয়ায় ৮৭.৬১ শতাংশ হিন্দুর বাস। সাম্বায় ৮৬.৩৩ শতাংশ এবং উধমপুরে ৮৮.১২ শতাংশ হিন্দুরা বাস করে থাকেন। বাকি কিশত্ওয়ার, ডোডা এবং রাজৌরি জেলাতেও হিন্দুরা বাস করেন। ৩৪ শতাংশ থেকে ৪৫ শতাংশ। জম্মু-কাশ্মীরে ডিলিমিটেশন বা এলাকা পুনর্বিন্যাস পরিকল্পনা করে বিজেপি কয়েক দশক আগেই। ২০১৪ সালে বিজেপি প্রথম বার জম্মু-কাশ্মীর বিধানসভায় ক্ষমতায় আসার পর তা নতুন করে সামনে আসে। জম্মুর ৩৭ আসনের মধ্যে ২৫টি কেন্দ্রে জয় পায় বিজেপি। হিন্দু ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই বিজেপি জম্মুতে বিধানসভা এলাকার পুনর্বিন্যাস চাইছে। এক সঙ্গে ছ’টি বিধানসভা আসন জম্মুতে যুক্ত করার প্রস্তাবও সেই উদ্দেশ্যেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।