কলকাতা: মঙ্গলবার কলকাতা পুরসভার ফলপ্রকাশের (KMC Election Result) দিকে তাকিয়ে ছিলেন তিনি-ও৷ এই পুরভোটে বিজেপির (Bengal BJP) ভরাডুবির আশঙ্কা তাঁর ছিল৷ তা মিলে যাওয়ায় আর চুপ থাকতে পারলেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় (Tathagata Roy)৷ বুধবার একের পর এক টুইটে বিদ্ধ করলেন দলীয় নেতৃত্বকে৷ নিশানায় ছিলেন সেই দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ পুরভোটের ফলপ্রকাশের পরও বিজেপি নেতৃত্ব জোর গলায় দাবি করতে থাকে, রাজ্যে তারাই প্রধান বিরোধী দল৷ কিন্তু দলকে আয়না দেখিয়ে তথাগত রায় বুঝিয়ে দেন, মুর্খের স্বর্গে বাস করছে বিজেপি৷ কলকাতায় তৃতীয় স্থানে নেমে এসেছে গেরুয়া শিবির৷ দিলীপ ঘোষের ভিকট্রি চিহ্ন দেওয়া ছবি এবং পাশে হাতের তিন আঙুলের ছবি দেখিয়ে তথাগত টুইটে লেখেন, ‘প্রথমটা ভুল৷ দ্বিতীয়টা ঠিক৷ কারণ বিজেপি কলকাতায় তৃতীয় দলে পরিণত হয়েছে৷ আসনও পেয়েছে তিনটি৷’
কেন পুরভোটে বিজেপির এমন বিশ্রী হার হল? পুরনো একটি টুইট রিটুইট করে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল লেখেন, ‘প্রতীক্ষা শেষ আশঙ্কা সত্য হল৷’ বিধানসভা ভোটে ভরাডুবির আবহে গত মাসে এই টুইটটি করে দলকে সাবধান করে দিয়েছিলেন তথাগত৷ তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছিলেন, কয়েকজন নেতা কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছেন৷ সেখান থেকে বেরতে না পারলে দলকেই এর ফল ভুগতে হবে৷ সে টুইট নিয়ে তোলপাড় পড়ে যায় বিজেপির অন্দরে৷ তারপরেও টুইট বাণ থেমে থাকেনি তথাগত-র৷ ২০ নভেম্বর আরও একটি টুইট করেন তিনি৷ তাতে লেখেন, পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব৷ আপাতত বিদায় বঙ্গ বিজেপি৷
প্রতীক্ষা শেষ। আশঙ্কা সত্য হল। https://t.co/j3MkJ8gUFR
— Tathagata Roy (@tathagata2) December 22, 2021
কড়া ভাষায় দলের সমালোচনা করায় অনেকেই তথাগত রায়কে আক্রমণ করেন৷ কেউ কেউ বলেন, প্রকাশ্যে সমালোচনা না করে দলের অন্দরে এ নিয়ে কথা বলতে পারতেন৷ বুধবার তার জবাব দেন তথাগত রায়৷ টুইটে লেখেন, ‘প্রকাশ্যে বিজেপির সম্বন্ধে মন্তব্যে কেউ কেউ দুঃখ পাচ্ছেন। আমি নিজেই তো পাচ্ছি! কিন্তু উপায় নেই৷ যা বলার ছিল, গোপনে বহুবার বলা হয়েছে। কোনো লাভ হয় নি। আমার বয়স হল বা কি হল, বেঁচে আছি কি মরে গেছি, তাতে কারুর কিছু আসে যায় না। বাঙালি হিন্দুর যে সর্বনাশ হতে চলেছে সেটাই বিবেচ্য।’
প্রকাশ্যে বিজেপির সম্বন্ধে মন্তব্যে কেউ কেউ দুঃখ পাচ্ছেন। আমি নিজেই তো পাচ্ছি ! কিন্তু উপায় নেই | যা বলার ছিল গোপনে বহুবার বলা হয়েছে। কোনো লাভ হয় নি।
আমার বয়স হল বা কি হল, বেঁচে আছি কি মরে গেছি, তাতে কারুর কিছু আসে যায় না। বাঙালি হিন্দুর যে সর্বনাশ হতে চলেছে সেটাই বিবেচ্য।— Tathagata Roy (@tathagata2) December 22, 2021
আরও পড়ুন: BJP: কলকাতার ভোট মিটতেই রাজ্য সংগঠনে খোলনলচে বদল বিজেপির
তা হলে এখন দাওয়াই কী? তথাগত রায়ের নিদান, ‘একটা দল ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে যদি তার ইচ্ছা থাকে। তার জন্য হারের বিশ্লেষণ করতে হয়, course correction করতে হয়। সিপিএম ঠিক এইভাবেই ২০০১ সালে জ্যোতিবাবুকে খারিজ করে সাফল্য পেয়েছিল। এই পুরসভা নির্বাচনে তৃণমূল প্রচুর কারচুপি করেছে, কিন্তু শুধু তা দেখলেই হবে না৷’ তাঁর কথায়, কাটমানি-সিন্ডিকেট-দুর্নীতিতে নিমজ্জিত তৃণমূল কখনও টিকতে পারবে না। শুধু তার জায়গা নেওয়ার কেউ নেই বলেই এখনও তৃণমূল দাপিয়ে বেড়াতে পারছে৷
একটা দল ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে যদি তার ইচ্ছা থাকে। তার জন্য হারের বিশ্লেষণ করতে হয়, course correction করতে হয়। সিপিএম ঠিক এইভাবেই ২০০১ সালে জ্যোতিবাবুকে খারিজ করে সাফল্য পেয়েছিল। এই পুরসভা নির্বাচনে তৃণমূল প্রচুর কারচুপি করেছে, কিন্তু শুধু তা দেখলেই হবে না।
— Tathagata Roy (@tathagata2) December 22, 2021