কোন ছবির শুটিংয়ে অভিনেতা সস্ত্রীক দুবাই যান নি। তি কিছুদিনের জন্য দুবাই স্থানান্তরিত হয়েছেন ছেলে বেদান্তের প্রয়োজনে। প্রসঙ্গত, ২০২৬ সালে অলিম্পিক এর জন্য ছেলে সাঁতারের প্রস্তুতি নিতেই রয়েছেন দুবাইতে। আর সেই কারণে বর্তমানে সস্ত্রীক দুবাই এসেছেন অভিনেতা আর মাধবন। মাধবন-পুত্র বেদান্ত যথেষ্ট ভাল মানের সাঁতারু। বেদান্তের বয়স ১৬ বছর। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি প্রতিযোগিতায় পদক জিতেছেন। কিছুদিন আগে সাঁতারের প্রতিযোগিতায় সাতটি মেডেল জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন বেদান্ত। বেদান্তের স্বপ্ন পূরণের জন্যই মাধবন তাঁর কাজের ফাঁকে সস্ত্রীক পৌঁছে গেছেন দুবাই। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন মাধবন নিজে। অভিনেতা আরও জানিয়েছেন করোনা মহামারির কারণে বেশিরভাগ সুইমিং পুল বন্ধ রয়েছে। কোভিডের কারণে মুম্বইয়ের সুইমিংপুল গুলোতে বেশি ভিড় করা বারণ। সেই জন্যই দুবাইতে একটি বড় পুলে ছেলের অলিম্পিক প্রস্তুতির সাক্ষী হতে এসেছেন অভিনেতা। ছেলের সাফল্যে যথেষ্ট গর্বিত মাধবন। ছেলের অলিম্পিক যাত্রার দিকে তাকিয়ে রয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।