সম্পূর্ণ নতুন গল্প নিয়ে পর্দায় ফিরতে চলেছেন রাউডি পুলিশ অফিসার বিক্রম সিং রাঠৌর।এমনটা নির্দ্বিধায় স্বীকার করে নিলেন বাহুবলী খ্যাত চিত্রনাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ। ২০১২সালে বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছিল অক্ষয় কুমার-সোনাক্ষি সিনহা অভিনীত ছবি ‘রাউডি রাঠৌর’।২০১৯ সাল থেকে শোনা যাচ্ছে ব্লকবাস্টার হিট এই ছবির সিক্যুয়েল নিয়ে জল্পনা।বিষয়টি যে মোটেও জল্পনা নয়,একেবারেই সত্যি তা এককথায় মেনে নিচ্ছেন চিত্রনাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ।তেলুগু ছবি ‘বিক্রমকুডু’-র চিত্রনাট্য তিনিই লিখেছিলেন।সেই ছবিরই হিন্দি রিমেক অক্ষয়ের ‘রাউডি রাঠৌর’। সিক্যুয়েলের চিত্রনাট্য লেখার ভার কেভি-র কাঁধেই তুলে দিয়েছেন প্রযোজক সঞ্জয় লীলা বানশালি।
কেভি আরও জানাচ্ছেন,ছবিতে বিক্রম সিং রাঠৌরের ভূমিকায় অক্ষয় কুমারই অভিনয় করবেন।পারোর চরিত্রে থাকবেন সোনাক্ষিই।কিন্তু কবে শুরু হবে ‘রাউডি রাঠৌর ২’ এর শ্যুটিং? চিত্রনাট্যকার জানাচ্ছেন,বর্তমানে এই ছবির চিত্রনাট্যই লিখছেন তিনি।খুব শীঘ্রই তা শেষ হবে।
আগামী বছর শেষ পর্বের আগে ছবির শ্যুটিং শুরু কোন সম্ভবনা নেই বলেই মনে করেছেন এস এস রাজামৌলির বাবা।রাজামৌলির ‘ট্রিপল আর’-এর চিত্রনাট্য কেভি বিজয়েন্দ্রই লিখেছেন।সলমনের ‘বজরঙ্গী ভাইজান ২’ এর চিত্রনাট্যও তিনিই তৈরি করবেন।