আগামী ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বলিউড ছবি ‘৮৩’। এই ছবিতেই কপিল দেবের চরিত্রে দেখা যাবে রনভীর সিংকে। এই ছবির দৌলতে বলিউড হিরো রণভীর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বলিপাড়ায় তিনি এখন অন্যতম সেরা অভিনেতাদের মধ্যে একজন। এবার রোহিত শেঠি পরিচালিত একটি ছবি ‘সার্কাস’ এ রণভীরকে প্রথমবার দেখা যাবে দ্বৈত চরিত্রে। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়েকে। প্রসঙ্গত, ‘৮৩’ ছবির পরিচালকও রোহিত শেঠি। এ ছবি মুক্তির আগেই নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন রনভীর-রোহিতরা। ‘সার্কাস’ ছবির শুটিং সবেমাত্র শুরু হয়েছে তাই এই আগামী প্রজেক্ট নিয়ে বিশেষ কিছু তথ্য এখনো সামনে আসেনি।ছবির শুটিং সেট থেকে বেশ কয়েকটি ছবি অবশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে রনভীরের গোঁফ রয়েছে। এই ছবিটি দেখে রনভীর এর লুক সম্বন্ধে একটা ধারণা পাওয়া গেছে। এই প্রথমবার ছবিতে দর্শকরা রনভীরকে দ্বৈত চরিত্রে দেখতে পাবেন।রূপোলি পর্দায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে কপিল দেব-চরিত্রের অভিনেতা রনভীর ট্রফি হাতে তুলে নিয়ে ছবির দর্শকদের মন কতটা জয় করতে পারেন তা দেখার। প্রসঙ্গত, শেক্সপিয়ারের প্রখ্যাত নাটক ‘দ্যা কমেডি অব এরর’ এর প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। ছবিতে পূজা হেগড়ে ছাড়াও প্রধান নায়িকা চরিত্রে রয়েছেন বলিউড হার্টথ্রব জ্যাকলিন ফার্নান্ডেজ।
পূজা হেগড়ে,জ্যাকলিন ফার্নান্ডেজ