কেশিয়াড়ি: মৃত শিশুকে ওঝার কাছে নিয়ে যাওয়ার জোরাজুরি। তাই নিয়ে তুমুল হট্টগোল হাসপাতালে। শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে। মঙ্গলবার সকালে শিশুমৃত্যুকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড ঘটে হাসপাতাল চত্বরে। কেশিয়াড়ি থানার হাসিমপুর এলাকার গোবিন্দ মাণ্ডির ১ বছর তিন মাস বয়সি শিশু মার্শাল মাণ্ডিকে কেশিয়াড়ি হাসপাতালে আনেন তার পরিবারের লোকজন। হাসপাতালে ভর্তি করা হয় শিশুকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জলে ডুবে অনেকক্ষণ আগেই মৃত্যু হয় ওই শিশুর। চিকিৎসকেরা মৃত্যুর খবর জানাতেই পরিবারের লোকজনের সাথে বচসায় জড়িয়ে উত্তেজনা তৈরি হয়।
পরিবারের দাবি, শিশুটি সবার অলক্ষ্যে জলাশয়ে ডুবে যায়। পরে কয়েকজন দেখতে পেয়ে হাসপাতালে আনার ব্যবস্থা করে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জলে ডুবে হাসপাতালে আনার আগেই রাস্তায় বা বাড়িতে মৃত্যু হয়েছে ওই শিশুটির। পুলিসে খবর দিয়ে মৃত শিশুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শিলিগুড়ি জেলা হাসপাতালের শৌচাগারে রোগীর ঝুলন্ত দেহ
ঘটনাস্থলে পুলিস এসে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন এবং বোঝানোর চেষ্টা করে। কিন্তু, তিন ঘন্টা সময় চেয়ে শিশুটিকে সুস্থ করার জন্য ওঝার কাছে নিয়ে যাওয়ার দাবি করেন শিশুটির পরিবারের লোকজন। অক্সিজেন চলাকালীন অক্সিজেন খুলে নেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রীতিমতো উত্তেজিত ছড়ায় হাসপাতাল চত্বরে। পরিবারের দাবি, শিশুটিকে ওঝার কাছে নিয়ে গেলে ভালো হয়ে যেত। পুলিসকে ওঝার কাছে নিয়ে যাওয়ার আবেদন জানান পরিবারের লোকজন। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।