গত বছর শেষের দিকে দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেছিলেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা কাজল আগারওয়াল। কয়েক মাস আগে তিনি একটি দক্ষিণী ছবির শুটিং করতে কলকাতা শহরে এসেছিলেন। তারপর থেকেই বেশ কিছুদিন ধরেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সিনে দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কাজল এখন বলিউডেরও পরিচিত মুখ।কয়েক মাস আগে মাঝপথে তিনি দুটি ছবির শুটিং বন্ধ করে দেওয়ায় এই আলোচনা আরো তুঙ্গে ওঠে। সূত্রের খবর ছিল কাজল নাকি নির্মাতাদের জানিয়েছেন তিনি কিছুদিনের জন্য বিরতি নিয়ে আবার শুটিংয়ে ফিরবেন। সেই খবর সোশ্যাল মিডিয়ায় নতুন করে আবার গুঞ্জন ছড়িয়ে ছিল। খবর শোনা যাচ্ছিল অন্তঃসত্ত্বা হবার কারণেই কাজল নাকি নতুন কোন ছবির কাজ নিচ্ছেন না।ইন্ডাস্ট্রির অনেকেরই ধারণা হয়েছিল মাতৃত্বের সময় তিনি নিজের মতন করে উপভোগ করতে চান বলেই কাজ থেকে ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক সাক্ষাৎকারে কাজলের বোন নিশা বলেছিলেন, “আমি চাই কাজলের কোল আলো করে খুব তাড়াতাড়ি সন্তান আসুক।
এর পিছনে একটা কারণ আছে।যদি কাজল মা হতে দেরি করে তাহলে আমার ছেলের সঙ্গে ওর বাচ্চার বয়সের ব্যবধান হয়ে যাবে।” অবশ্য তথাগত সিংয়ের ‘ঊমা’ ছবির মাধ্যমে শ্যুটিং এ ফিরেছিলেন কাজল। তাছাড়াও তামিল ও হিন্দি ভাষার বেশ কয়েকটি ছবির শুটিং শেষ করেছেন তিনি। এরমধ্যে চিরঞ্জীবীর সঙ্গে ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ ছবি দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় কাজলের পোস্ট করা দুটি ছবিই গুঞ্জনকে আবার বাড়িয়ে দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে কয়েকজন বন্ধু ও শিশুদের নিয়ে কাজল ঘুরতে বেরিয়েছেন। তাতে কাজলের বেবি বাম্প উঁকি দিচ্ছে বলে নেটিজেনদের ধারণা। তার ফলেই কাজলের মা হবার সম্ভাবনা আরো জোরালো হয়ে দেখা দিয়েছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই গুঞ্জনের উত্তর দিতে গিয়ে কাজল জানিয়েছিলেন যে সঠিক সময় তিনি এ বিষয়ে কথা বলবেন। কাজলের বেবি বাম্পের দুটি ছবি নেটদুনিয়ায় এখন ভাইরাল।
গৌতম কিচলুকে বিয়ে করেছিলেন কাজল আগারওয়াল