অপরাজিতা আঢ্য নামটা শুনলেই প্রানখোলা হাসি মুখ, একঢাল চুল দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে। টলিউডে দেখতে দেখতে পার করে ফেলেছেন ২৫ বছর, নানা ধরণের চরিত্র করে দর্শকদের মনের মণি কোঠায় জায়গা করে নিয়েছে। আজও তাই তাঁকে ভর করে নিশ্চিন্তে বক্স অফিস সাফল্য এনেছেন বহু পরিচালক।
বেবাক অপরাজিতা পর্দায় যতোটা প্রসিদ্ধ তাঁর কাজে ততটাই ভালোবাসার মানুষ নিজের পরিবার ও বন্ধু মহলে। ২৫ বছরে টলিউডের কাজের আলোচনা করতে বসে তিনি জানান, প্রায় ২৩ বছর পর আবার রঞ্জিত মল্লিকের সঙ্গে কাজ করছেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর কমেডি ছবি ‘লাভ ম্যারেজ ‘ এ, এর আগে ‘রণক্ষেত্র ‘ ছবিতে কাজ করে ছিলেন । তবে এখন তিনি রঞ্জিত বাবুর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। এই ছবিতে অসম বয়সী প্রেম ও দাম্পত্য দেখানো হয়েছে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী জানান, তাঁর অসম বয়সী প্রেমই পছন্দ। বাস্তবেও তিনি ভালোবেসে যাকে বিয়ে করেছেন , তিনিও অপরাজিতার থেকে বয়সে অনেকটা বড়।
এই ছবিতে অঙ্কুশের মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে, এই প্রসঙ্গে তিনি জানান বহু বছর ধরে তিনি পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন।
তবে প্রতিটি চরিত্রের আলাদা একটা বৈশিষ্ট্য ছিল, এই মুহূর্তে বাংলা ছাড়াও দক্ষিণী ছবিতে কাজ করছেন তিনি , বাংলায় তাঁর অভিনীত ‘চিনি’, ‘একান্নবর্তী ‘ ছবি সিনেমা হলে রমরম করে চলেছে। সামনেই তাঁর অভিনীত ছবি পরিচালক নন্দিতা – শিবপ্রসাদ এর ‘বেলা শুরু’ মুক্তির কথা , পাভেলের ‘কলকাতা চলন্তিকা’ ও ‘মন খারাপ ‘ এ কাজ করছেন।
ব্যক্তিগত ভাবে কমেডি ছবি করতে ভালোবাসেন, কারণ তিনি মনে করেন , দর্শককে হাসানো সব থেকে কঠিন কাজ। বিশেষ করে এই অতিমারির সময় দর্শকদের বিনোদন করতে পারলে একটা মানসিক শান্তি পাওয়া যায়।