অবশেষে ‘ছত্রীওয়ালি’ ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং।ছবিতে একজন কণ্ডোম টেস্টারের ভূমিকায় নজর কাড়বেন তিনি।সোমবার রাতেই ‘ছত্রীওয়ালি’-র শ্যুটিং শেষ করেছেন পরিচালক তেজসপ্রভ বিজয় দেওস্কর।এই কমেডি ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই সিনেপ্রেমীদের মধ্যে রীতিমতো চর্চায় রয়েছে রাকুলপ্রীতের ‘ছত্রীওয়ালি’।ছবিতে আরও দেখা যাবে সতীশ শাহ,সুমিত ব্যাস,রাকেশ বেদি ছাড়াও আরও অনেককে।সোমবার রাতে শ্যুটিং শেষ হওয়ার পরে ছবির ক্রিউ মেম্বারদের সঙ্গে সেলিব্রেশনে মাতেন রাকুলপ্রীত।কেকও কাটেন।
View this post on Instagram
সেই ছবি নিজের ইনস্টায় শেয়ার করে নায়িকা লিখলেন,এই প্রথম বার টাইটেল রোলে অভিনয় করছেন তিনি।এত সুন্দর একটা টিমের সঙ্গে কাজ করাটা রীতিমতো উপভোগ করেছেন তিনি।আগামী বছর মুক্তি পাবে ‘ছত্রীওয়ালি’।
View this post on Instagram