বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন পঙ্কজ কাপুর ও ডিম্পল কাপাডিয়া।ছবির নাম ‘জব খুলি কিতাব’।ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিখ্যাত অভিনেতা সৌরভ শুক্লা।সদ্যই মুক্তি পেয়েছে ‘জব খুলি কিতাব’-এর মোশন পোস্টার।বছরের শেষ দিনে মুক্তি পাচ্ছে শাহিদ কাপুর অভিনীত ছবি ‘জার্সি’।এই স্পোর্টস ড্রামা ফিল্মে শাহিদের কোচের ভূমিকায় অভিনয় করেছেন তাঁর বাবা পঙ্কজ কাপুর।পাশাপাশি রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে একটি বিশেষ রোলে দেখা যাবে ডিম্পল কপাডিয়াকে। গতবছর অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘টেনেট’ ছবিতে অভিনয় করে সকলকে চমকে দিয়েছিলেন বলিউডের ববি।ওয়েব সিরিজ তাণ্ডব-এও নজর কেড়েছে ডিম্পলের অভিনয়।এবার সৌরভ শুক্লার ‘জব খুলি কিতাব’-এ পঙ্কজ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ডিম্পল কপাডিয়াকে।
পরিচালক সৌরভ শুক্লা বলিউডের নিয়মিত মুখ।‘বরফি’ থেকে ‘জগ্গা জাসুস’,কিংবা হালফিলের ‘বালা’ ,অসংখ্য ছবিতে তাঁর অভিনয় কোনদিনই ভোলার নয়।বড়পর্দার পাশাপাশি চুটিয়ে থিয়েটার করেন সৌরভ।মঞ্চে নাটকের পরিচালনাও করেন।
এর আগে বেশ কিছু হিন্দি ছবির পরিচালনার ভারও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ‘তেহকিকাত’ ধারাবাহিকের গোপি।অনেকদিন পর ফের ছবির পরিচালনায় ফিরেছেন সৌরভ শুক্লা।‘জব খুলি কিতাব’ আদপে সৌরভেরই সৃষ্ট একটি নাটক।সেই গল্পকেই এবার রূপোলি পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক।পাশাপাশি ছবিতে দেখা যাবে অপারশক্তি খুরানাকেও।