কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বছর শেষে(New Year’s eve) ফের বাড়ছে মেট্রো সংখ্যা (Metro rail service)।বড়দিন, বর্ষশেষের রাত (Christmas Night Bus)এবং বর্ষবরণের দিন ভিড় জমবে শহরের বিভিন্ন জায়গায়।তাই উৎসবমুখর শহরবাসির কথা মাথায় রেখেই এই ব্যবস্থাপনা গ্রহণ করেছে রাজ্য সরকার।যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মেট্রোর সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
উৎসবের ওই দিনগুলোতে কেবল মেট্রো নয়, থাকছে রাত্রিকালীন বাসও(Christmas Night Bus)।২৪, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মিলবে নাইট বাস সার্ভিস।শুধু সরকারি নয়, রাত পর্যন্ত চলবে বেসরকারি বাসও।মূলত পার্কস্ট্রিট এলাকার আশপাশেই থাকবে ওই বাসগুলি।
সোমবার রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর থেকে মেট্রো বাড়িয়ে ২৭৬ করা হবে। সাধারণত সোম থেকে শুক্রবার পর্যন্ত দিনে ২৭২টি মেট্রো চলে।দু’জোড়া মেট্রো বাড়বে ২৫ ডিসেম্বর থেকে।
আরও পড়ুন জাঁকিয়ে শীত বঙ্গে, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমল তাপমাত্রা
একইসঙ্গে শনিবারও বাড়ছে মেট্রোর সংখ্যা।বর্তমানে ২৩০ টি মেট্রো চলে শনিবার। সেই সংখ্যাটা বেড়ে হবে ২৪০।শনিবার ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো।
সব মিলিয়ে বড়দিন, বর্ষশেষের আগেই পরিবহণ দফতরের এই ব্যবস্থা পেয়ে খুশি শহরবাসি। যাতায়াতের সমস্যা দূর হওয়ায় চিন্তা কমবে যাত্রীদের।
আরও পড়ুন District weather: ঠান্ডায় কালিম্পংকে হারাল শ্রীনিকেতন, পৌষে মজেছে বাঙালি