কলকাতা টিভি ওয়েব ডেস্ক: সোমবার বাঁকুড়ার (Bankura Shubhendu) কোতুলপুরের জলিঠ্যা মোড়ে শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) কালো পতাকা (Black flag to Shubhendu Adhikari)দেখাল জনতা।রাজ্যের বিরোধীনেতাকে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হল।রেগেমেগে শুভেন্দু গাড়ি থেকে নেমে পুলিস কর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন। পুলিসকে কড়া হুশিয়ারি দিতে দেখা গেল শুভেন্দুকে।
এদিন কোতুলপুরে মৃত এক কৃষকের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দুর।জলিঠ্যা মোড়ে শুভেন্দুর কনভয় আটকে দেয় পুলিস। রীতিমতো ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। মৃত কৃষকের বাড়ি যেতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা।পুলিসকে কড়া ভাষায় আক্রমণ করেন।
তার মধ্যেই একদল লোক শুভেন্দুকে লক্ষ্য করে কালো পতাকা দেখায়। সব মিলিয়ে মেজাজ সপ্তমে চড়ে যায় শুভেন্দুর । পুলিস অফিসারদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কেন আমাকে আটকেছেন? এখানে কি ১৪৪ ধারা জারি করা জারি করা আছে? আপনাদের সবাইকে ছিনে রাখলাম। মনে রাখবেন সবাইকে বিজেপির আন্ডারে কাজ করতে হবে একদিন।’ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও উত্তেজিত হয়ে পড়েন নন্দীগ্রামের বিধায়ক।