কলকাতা: বিজেপি-র মিছিল ঘিরে সোমবার ধন্ধুমার কাণ্ড বেধে গেল সেন্ট্রাল অ্যাভিনিউয়ে। কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপি-র রাজ্য দফতর মুরলী ধর সেন লেন থেকে এদিন মিছিল বেরোলে, পুলিস রাস্তায় ব্যারিকেড করে দেয়। সেই ব্যারকেড ভেঙে সেন্ট্রাল অ্যাভিনিউয় ধরে বিজেপি-র কর্মী-সমর্থকেরা এগনোর চেষ্টা করলে, পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের কয়েক জনকে আটকও করে পুলিস।
বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, শাসকদলের নির্দেশ মেনেই তাঁদের মিছিল পুলিস জোর করে আটকে দিয়েছে। যদিও পুলিসের বক্তব্য, আগাম অনুমতি ছাড়াই এদিন মিছিল বের করেছিল বিজেপি। যে কারণে পুলিস মিছিলটি আটক দেয়।
কলকাতা পুরভোটকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে তপ্ত মহানগরী। শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোট ও সন্ত্রাসের অভিযোগ তুলে বিরোধীরা পুরভোট বাতিলের দাবি তোলে। যদিও রাজ্য নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের দাবি খারিজ করে দেয়। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস রবিবার ভোটগ্রহণ শেষে ঘোষণা করেন, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ। পুলিসের দরাজ প্রশংসাও করেন। কলকাতা পুলিসও শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে দাবি করে। শিয়ালদহ টাকি স্কুলের সামনে দু’টি বোমা ফেটে তিন জন আহত হওয়া ছাড়া বড় কোনও হিংসার ঘটনা ঘটেনি।
তবে, বিরোধীরা এই দাবির সঙ্গে একমত নয়। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনার উল্লেখ করে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে। একই অভিযোগ নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টেও গিয়েছে বিরোধীরা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সোমবার মামলাটি গ্রহণও করে। ২৩ ডিসেম্বর এই মামলার শুনানি রয়েছে। মামলার আবেদনকারীদের তথ্যপ্রমাণ সহ অভিযোগ পেশ করতে বলে হাইকোর্ট।
আরও পড়ুন-মঙ্গলবার ভোটগণনা, গণনাকেন্দ্রে প্রস্তুতি তুঙ্গে
বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে কলকাতার প্রাক্তন মেয়র, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘বিরোধীরা যেখানে খুশি যেতেই পারে। কিন্তু হাতে গোনা কয়েকটি ওয়ার্ডে গন্ডগোল হয়েছে। তার জন্য পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজ্যের বদনাম করা হচ্ছে।’ তবে, অশান্তিকেও তিনি সমর্থন করেননি। বলেন, ‘পুলিস ইতিমধ্যে অশান্তি পাকানোর অভিযোগে কয়েক জনকে গ্রেফতার করেছে। তারা কোন রাজনৈতিক দলের দেখতে হবে।’
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, তৃণমূলের কেউ যদি অশান্তি করে থাকে, প্রমাণ-সহ আমাদের দিন। দল শাস্তিমূলক পদক্ষেপ করবে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, রবিবার সারাদিন বিজেপির নেতাদের রাস্তায় দেখা যায়নি। ভোটগ্রহণ শেষে ছাপ্পা ভোট, সন্ত্রাসের অভিযোগ তুলে হাওয়া গরম করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘ওরা নাটক করছে।’