পোস্টার প্রকাশ্যে এসেছে সদ্যই,এবার মুক্তি পেল ঋত্বিক চক্রবর্তী অভিনীত গোয়েন্দা ওয়েব সিরিজ ‘গোরা’-র টিজার।সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিরিজের গোয়েন্দা ‘গোরা’ ওরফে ঋত্বিক কিন্তু মোটেও আর পাঁচজন গোয়েন্দার মতো নন।বরং বেশ মজাদার।যে কোন কথা শুনে তা নিমেশেই ভুলে যাওয়াই তার দস্তুর।সাধারণ খুন-জখমের তদন্ত তার মন ভরে না।নিজেকে সিরিয়াল কিলার স্পেশালিস্ট বলতেই পছন্দ করে গোরা।সিরিজে ঋত্বিকের সঙ্গে দেখা যাবে ইশা সাহাকে।গোরার সহকারীর ভূমিকায় রয়েছেন সুহত্র মুখোপাধ্যায়।পাশপাশি অভিনয় করেছেন পায়েল দে,কৌশিক চট্টোপাধ্যায়,অভিজিত গুহ ছাড়াও আরও অনেকের।জানুয়ারিতেই ওয়েবে আসছে ‘গোরা’।