দুবাইতে ‘৮৩’-র ওয়ার্ল্ড প্রিমিয়ার সেরে মুম্বই ফিরেছেন পর্দার কপিলদেব রণভীর সিং।আগামী ২৪ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘৮৩’,তাই গোটা টিম নিয়ে ছবির প্রচারে পুরোদস্তুর ব্যস্ত রয়েছেন তিনি।তবে শত ব্যস্ততা স্বত্বেও প্রিয়জনদের প্রতি ভালোবাসাকে অভিনেতা যে আলাদা করে গুরুত্ব দেন তা রণভীরের যে কোন ভক্ত মাত্রই জানেন। ভক্তরা বলেন আবেগপ্রবণ বলেই রণভীর সিং আজ একজন সফল অভিনেতা। সদ্যই গোয়াতে বিয়ে সারলেন রণভীরের ম্যানেজার সুজান রডরিগে।আর সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রণভীর সিং।‘৮৩’-র প্রমোশনে রণভীর কতটা ব্যস্ত রয়েছেন সেটা তার ম্যানেজার জানতেন।অভিনেতা হয়তো শেষ পর্যন্ত আসতে পারবেন না এমনটাই মনে করেছিলেন তিনি।তবে বিয়ের অনুষ্ঠানে রণভীর এসে হাজির হওয়ায় স্বভাবতই খুশি তার ম্যানেজার।