কলকাতা: রবিবার কলকাতার ভোটের (KMC Election 2021) দিন বিজেপির কোনও প্রার্থী আক্রান্ত হলে ফের শহর অবরোধের হুমকি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu adhikari) । শুক্রবার তমলুকে এক অনুষ্ঠানের ফাঁকে শুভেন্দু (BJP bengal ) সাংবাদিকদের বলেন, ‘আমি দলের নেতা-কর্মীদের বলে দিয়েছি, ১৯ তারিখ জেলার সমস্ত পার্টি অফিস ভর্তি রাখবেন, কলকাতায় ভোটের দিন আমাদের কোনও প্রার্থীর গায়ে হাত পড়লে আপনারা সর্বত্র পথে নেমে অবরোধ করবেন।’ এভাবে কোনও রাজনৈতিক নেতা ভোটের দিন অবরোধের হুমকি দিতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিন তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তমলুক নিমতলা মোড়ে সতীশচন্দ্র সামন্তের মূর্তির পাদদেশ থেকে এক শোভাযাত্রায় অংশ নেন শুভেন্দু। ওই শোভাযাত্রার আয়োজক ছিল বিজেপির তমলুক জেলা সাংগঠনিক কমিটি। শুভেন্দু ছাড়াও জেলার বিজেপি নেতা-কর্মীরা তাতে পা মেলান।
আরও পড়ুন: KMC Election 2021: দশ বছরে কলকাতা অনেক পাল্টে গিয়েছে, বললেন অভিষেক
বৃহস্পতিবারও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু গোটা রাজ্য অচল করার ও রাজ্য নির্বাচন কমিশন অবরোধ করার হুমকি দেন। দলের রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘ভোটারদের আটকানোর মতো অভিযোগ পেলে, কিংবা সন্ত্রাস হলে বেলা দশটার পর রাজ্য অচল করে দেওয়া হবে। বিজেপি ভোটের দিন হাত গুটিয়ে বসে থাকবে না। সকলের হাতে অত্যাধুনিক ফোন আছে। ছবি, খবর সব চলে আসবে। রাজ্য অচল হবে।’
আরও পড়ুন: KMC Election 2021: চেতলায় ফিরহাদের মিছিলে জনজোয়ার, রাস্তায় নামল আট থেকে আশি
সাংবাদিক বৈঠকে শুভেন্দু আরও জানান, রাজ্য সভাপতি ভোটের দিন সব কর্মীকে পার্টি অফিসে থাকতে বলেছেন। তিনিও দলীয় বিধায়কদের হাওড়া বা বিধাননগরের কোনও এক জায়গায় চলে আসতে বলেছেন। অপ্রীতিকর কিছু ঘটলে কমিশনের দিকে মিছিল যাবে। যেখানে পুলিস আটকাবে, সেখানেই বসে পড়া হবে।
আরও পড়ুন: KMC Election 2021: কলকাতা পুরভোটে কি কেন্দ্রীয় বাহিনী? শনিবার সকালের মধ্যে রায় দেবে হাইকোর্ট
শাসকদল তৃণমূল কংগ্রেস শুভেন্দুর বক্তবের তীব্র সমালোচনা করেছে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘সংবাদমাধ্যমে ভেসে থাকার জন্য বিরোধী দলনেতা এসব হুমকি দিচ্ছেন। ভোটের দিন অশান্তি পাকানোর চক্রান্ত করছে বিজেপি।’ পার্থর আরও অভিযোগ, বিজেপি রবিবার বাইরের লোকদের শহরে ঢোকানোর পরিকল্পনা করছে। তাঁর দাবি, মানুষ সব পরিকল্পনা ভেস্তে দেবে। মানুষের উপর তৃণমূলের আস্থা আছে।