টলিউডের বহু তারকাই এখন বলিউডে কাজ করছেন। এবার অভিনেত্রী প্রিয়াঙ্কা মন্ডল বলিউডের সানি লিওনির সঙ্গে কাজ করলেন।
প্রিয়াঙ্কা মন্ডল অভিনীত ছবি ‘অনুসন্ধান ‘ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। এই ছবিতে অল্প সময়ের জন্য হলেও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
এবার তিনি বলিউডের একটি ভিডিও অ্যালবামে সানি লিওনির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ।
লাইলা গান খ্যাত পাওয়ানি পান্ডে ও ‘উড়তে পাঞ্জাব ‘ এর টাইটেল ট্র্যাক গায়ক শহিদ মাল্য এই দুই জন মিলে গান করেছেন। এবং এই অ্যালবামের পরিচালনার দায়িত্বে রয়েছেন বলিউডের বিখ্যাত কোরিয়োগ্রাফার আদিল শেখ। সানি লিওনিকে এখানে একজন নৃত্য শিল্পী হিসেবে দেখা যাবে, সেখানে প্রিয়াঙ্কা এক জন রানীর চরিত্রে রয়েছেন। প্রিয়াঙ্কা জানান, বলিউডে কাজ করার জন্য তিনি আনন্দিত তবে উচ্ছ্বসিত বেশি সানি লিওনির সঙ্গে একই স্ক্রিনে কাজ করেছেন। প্রিয়াঙ্কা আরও জানান, সানির নাচ ও অধ্যাপনা দেখে তিনি অভিভূত।
এই অ্যালবামে প্রিয়াঙ্কারও নাচের সিকোএন্স রয়েছে। এই মুহূর্তে টলিউডের বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। তার ফাঁকেই এই হিন্দি প্রজেক্টের শ্যুটিং শেষ করেছেন। সানি ও প্রিয়াঙ্কার এই অ্যালবাম বড় দিনেই মুক্তির কথা।