তমলুক: তাম্রলিপ্ত জাতীয় সরকারের ৮০ তম প্রতিষ্ঠা দিবস পালনেও তমলুকে সামনে এল রাজনীতি। শুক্রবার তমলুক পুরসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র এবং মেদিনীপুরের বিশিষ্টজনেরা। পৃথকভাবে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস পালন করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
১৯৪২ সালের ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। শুক্রবার জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত হল। তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতি এবং তমলুক পুরসভা মূল অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল।
এদিন সকালে তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান করেন তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি সৌমেন কুমার মহাপাত্র। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সেচমন্ত্রী। বেলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুকের নিমতলা মোড় থেকে মানিকতলা মোড় পর্যন্ত শোভাযাত্রায় পা মেলান। ওই শোভাযাত্রায় বিজেপির কর্মী-সমর্থকদের হাতে জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকাও দেখা যায়।
আরও পড়ুন: সিঙ্গুরে বিজেপির ধরনা মঞ্চ গোবরজলে শুদ্ধ করল তৃণমূল
সতীশচন্দ্র সামন্ত, অজয় মুখোপাধ্যায়, সুশীল কুমার ধাড়া সহ একাধিক স্বাধীনতা সংগ্রামী জাতীয় সরকারের মন্ত্রিসভায় ছিলেন। তমলুকের রাজ ময়দান থেকে এক সুসজ্জিত শোভাযাত্রা তমলুক শহর পরিক্রমা করে। তমলুক পুরসভার অনুষ্ঠানে কোনও রাজনৈতিক দলের পতাকা দেখা যায়নি। তমলুক হাসপাতাল মোড়েও জাতীয় সরকার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র, মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, তমলুক পুরসভার মুখ্য প্রশাসক দীপেন্দ্রনাথ রায়-সহ বিশিষ্টজনেরা।