ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’-তে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন সিরিজের মেইন ভিলেন রাজি ওরফে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর দুর্দান্ত সাফল্যের পর থেকেই সামান্থার বলিউড ডেবিউ নিয়ে জোর চর্চা চলছে বলিপাড়ায়।সামান্থার বলি ডেবিউ নিয়ে মিলল দারুণ আপডেট।শোনা যাচ্ছে একটি নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করতে চলেছেন এই দক্ষিণী অভিনেত্রী। ছবিতে সামান্থার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকেও, জল্পনা রয়েছে এমনটাও।হিন্দির পাশাপাশি একাধিক দক্ষিণী ভাষাতেও নাকি মুক্তি পাবে সামান্থার ডেবিউ বলিউড ফিল্ম।
তবে এখনও নাকি ছবিতে দুই নায়িকার কাজ করার কথা কিছু পাকাপাকি হয়নি।পুরোটাই রয়েছে আলোচনার পর্যায়ে।তবে খুব শীঘ্রই ছবি নিয়ে পাকা খবর প্রকাশ্যে আসবে বলে শোনা যাচ্ছে।অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা-দ্য রাইজ, পার্ট ওয়ান’ ছবির একটি গানে আইটেম ডান্স করতে দেখা যাবে সামান্থাকে।পাশাপাশি একাধিক দক্ষিণী ছবি রয়েছে অভিনেত্রীর ঝুলিতে।এবং ওটিটিতে মুক্তির অপেক্ষায় তাপসী পান্নুর নতুন ছবি ‘লুপ লপেটা’।ছবির প্রমোশনে ব্যস্ত রয়েছেন ‘থাপ্পড়’-এর নায়িকা।