নয়াদিল্লি: রাজধানীতে ফের ওমিক্রন (Omicron in Delhi) আতঙ্ক। শুক্রবার দিল্লিতে একই সঙ্গে ১০ জনের শরীরে ধরা পড়ল ওমিক্রন। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল (Covid19) ভর্তি রয়েছেন তাঁরা। এই নিয়ে দিল্লিতে ২০ জনের শরীরে ওমিক্রন (Omicron in Delhi) চিহ্নিত হয়েছে।
দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ওমিক্রন আক্রান্তদের চিকিৎসা চলছে। যাদের শরীরে উপসর্গ রয়েছে, তাঁদেরও এই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, এ পর্যন্ত ২০ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তাঁদের মধ্যে ১০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। বাকিরা চিকিৎসাধীন।
দিল্লিতে বছর ৩৭-এর এক ব্যক্তির শরীরে প্রথম কোভিডের এই নয়া ভ্যারিয়েন্টের সন্ধান মেলে। তিনি ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। রাঁচির বাসিন্দা ওই ব্যক্তি তানজানিয়া থেকে দোহা হয়ে দিল্লি ফিরেছিলেন। তিনি এক সপ্তাহ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ছিলেন। তাঁর মৃদু উপসর্গ ছিল।
আরও পড়ুন: Use of Masks declining: উদ্বেগের ওমিক্রন, এরই মধ্যে মাস্ক খুলে ফেলে বিপদ ডাকছে কলকাতা
দেশের মধ্যে কর্নাটকে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছিল। দুই ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে। তাঁদের মধ্যে এক জন দক্ষিণ আফ্রিকা ফিরেছিলেন। দ্বিতীয় জন স্বাস্থ্যকর্মী। তাঁর কোনও ট্রাভেল হিস্ট্রি ছিল না। এর পর গুজরাতের জামনগরে আরও একজনের দেহে ওমিক্রন। জিম্বাবোয়ে থেকে ফিরেছিলেন তিনি।
Delhi logs 10 new cases of Omicron, tally now 20. Of these, 10 have been discharged: Health Minister Satyendar Jain
— Press Trust of India (@PTI_News) December 17, 2021
করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ‘ওমিক্রন’ বিশ্বের ৬০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। একে উদ্বেগজনক বা ‘ভেরিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ভারতে ওমিক্রনের হদিশ প্রথম মেলে গত বৃহস্পতিবার। তার পর একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাসের নতুন ‘বি.১.১.৫২৯’ রূপ বা ওমিক্রন।