কোনরকম করোনাবিধি ভাঙেননি অভিনেত্রী আলিয়া ভাট,এমনটাই জানালেন বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক আধিকারিক।বলিপাড়ায় করোনার হানা জারি রয়েছে। করিনা কাপুর খান,অমৃতা অরোরা ছাড়াও বলিপাড়ার বেশ কিছু সেলিব্রিটি এবং তাঁদের আত্মীয়দের মধ্যে ছড়িয়েছে সংক্রমণ।করোনা আক্রান্ত সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুরও।তাই করোনা সংক্রমণ রোধ করতে নড়চড়ে বসেছে বিএমসি কর্তৃপক্ষ।বুধবারই দিল্লিতে ছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর মোশন পোস্টার লঞ্চের অনুষ্ঠান।সোশ্যাল সাইটে জল্পনা শোনা গিয়েছে,করোনাবিধি ভেঙে অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন আলিয়া ভাট।বিষয়টি নিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বিএমসি কর্তৃপক্ষ।
তবে সদ্যই শোনা গিয়েছে অন্য খবর।সোশ্যাল সাইটের জল্পনা উড়িয়ে দিয়ে বিএমসির এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন,কোভিডবিধি মেনেই দিল্লি গিয়েছিলেন ‘ব্রহ্মাস্ত্র’-এর নায়িকা।তিনি যে কোভিড আক্রান্ত নন এবং হোম কোয়ারেন্টাইন পিরিওড কাটাচ্ছেন না, তার উপযুক্ত প্রমাণ দিয়েই দিল্লি রওনা দিয়েছিলেন আলিয়া।