বসিরহাট: বসিহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ আরশিকারি সীমান্ত থেকে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হল। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ আরশিকারি গ্রামের ইব্রাহিম মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায়।
ইব্রাহিম মন্ডলের বাড়ির ছাদ থেকে আজ, শুক্রবার ভোররাতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিএসএফ। যার দাম প্রায় কয়েক লক্ষ টাকা। ইব্রাহিম মন্ডলকে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
বাড়ির ছাদে প্যাকেটের মধ্যে ইয়াবা ট্যাবলেটগুলো পাচার করার উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিক অনুমান। এর সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচারের কোনও যোগসূত্র আছে কি না সেটাও খতিয়ে দেখছে বিএসএফ। ধৃত ইব্রাহিমকে আজ বারাসত জেলা আদালতে তোলা হবে।
উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট
আরও পড়ুন- আসানসোলে বাইকে পুলিসের গাড়ির ধাক্কা, ভাঙচুর, লাঠি